তড়িৎ শক্তি

- সাধারণ বিজ্ঞান - ভৌতবিজ্ঞান | NCTB BOOK
1.7k

তড়িৎ শক্তি (Electric Energy)

কাজ করার সামর্থকে শক্তি বলে। বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক ‘কিলোওয়াট-ঘন্টা’। এক কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র এক ঘন্টা কাজ করলে যে পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ হয়, তাকে এক কিলোওয়াট-ঘন্টা বলে। সারা বিশ্বের বিদ্যুৎ ব্যবহারকারী সংস্থাগুলো এই একক ব্যবহার করে বিদ্যুৎ বিল প্রণয়ন করে। এ একককে বোর্ড অব ট্রেড ইউনিট বা সংক্ষেপে শুধু ইউনিটও বলে। অর্থাৎ এক কিলোওয়াট ঘন্টাকে এক ইউনিট ধরা হয়।

১ ইউনিট = ১ কিলোওয়াট – ঘন্টা = ৩৬০০ কিলোজুল

= ১০০০ ওয়াট-ঘন্টা = ৩.৬ × ১০৬ জুল।

বৈদ্যুতিক বিল কিলোওয়াট-ঘন্টা (Kilowatt-hour) বা B.O.T এককে হিসাব করা হয়।

 

বাতিতে লেখা 220V – 60W এর অর্থ

220V বিভব পার্থক্যকে বাতিটি সংযুক্ত করলে বাতিটি সবচেয়ে বেশি আলো বিকিরণ করবে এবং প্রতি সেকেন্ডে 60 Joule হারে বৈদ্যুতিক শক্তি আলো ও তাপ রূপান্তরিত হবে।

 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

তেজস্ক্রিয়তার ফলে।
পরমাণুর ফিশন পদ্ধতিতে
তাপ উৎপাদনকারী রাসায়নিক বিক্রিয়ার ফলে
পরমাণুর ফিউশন পদ্ধতিতে
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...