Notice

Tamanna 9 months ago
মাধ্যমিক স্তর

আগামী ২৮ জুলাই ২০২৩ তারিখ সকাল ১০:৩০ টায় এসএসসি পরীক্ষা ২০২৩-এর ফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। যে কোন পদ্ধতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের Result sheet download করা যাবে। 

সাধারণত এসএসসি পরীক্ষার ফলাফল ৬০ দিনের মধ্যে প্রকাশিত হয়। সে অনুযায়ী আগামী ২৮ জুলাই প্রকাশিত হতে যাচ্ছে এসএসসি পরীক্ষার ফলাফল। এই বছর এসএসসি পরীক্ষা (২০২৩) শুরু হয়েছিলো ৩০ এপ্রিল ২০২৩ তারিখ থেকে এবং শেষ হয়েছে ২৩ মে ২০২৩ ইং তারিখে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। 

এসএমএস-এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়মঃ 

  • এসএমএসের মাধ্যমে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এসএমএস করে রেজাল্ট জানা যাবে। সেক্ষেত্রে এসএসসি নিজ শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর টাইপ করে রোল ও পাসের বছর দিয়ে ১৬২২২ নম্বরে পাঠালে ফল পাওয়া যাবে। উদাহরণ: SSC Dha 123456 2023 Send to 16222
  • এস এম এস এর মাধ্যমে দাখিল রেজাল্ট দেখতে হলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিচে দেওয়া নিয়ম অনুযায়ী লিখুন। DAKHIL < স্পেস > MAD < স্পেস > Roll < স্পেস > 2023 লিখে পাঠিয়ে দিন 16222 নাম্বারে। উদাহরনঃ DAKHIL MAD 1234567 2023 লিখে সেন্ড করুন 16222 নাম্বারটিতে।

ওয়েবসাইট থেকে আপনি এসএসসি রেজাল্ট কিভাবে দেখবেন তা নিচে নেওয়া হয়েছে। এসএসসি রেজাল্ট দেখার জন্য আপনার নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে:

ধাপ ১: ওয়েবসাইটের মাধ্যমে এসএসসি/দাখিলের পরীক্ষার ফলাফল দেখুন। প্রথমে বাংলাদেশের শিক্ষামন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করুন www.educationboardresults.gov.bd

ধাপ ২: রেজাল্ট পেইজে যান ওয়েবসাইটে পৌঁছার পর আপনার কিছু অপশন দেখতে পাবেন। আপনাকে সেখান থেকে “এসএসসি/দাখিল রেজাল্ট” বা এই ধরনের কোনো অপশন নির্বাচন করতে হবে।

ধাপ ৩: প্রয়োজনীয় তথ্য প্রদান করুন রেজাল্ট পেইজে পৌঁছার পর আপনাকে তথ্য প্রদান করতে হবে। অনেকগুলি ফিল্ড থাকতে পারে, যেমন:

  • পরীক্ষার সাল: উক্ত ফিল্ডে সাল প্রদান করুন (যেমন 2023)
  • প্রতিষ্ঠানের নাম: পরীক্ষার ধরনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের নাম প্রদান করুন  
  • বোর্ড: উক্ত ফিল্ডে আপনার প্রতিষ্ঠানের বোর্ড নির্বাচন করুন, যেমন ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, ইত্যাদি
  • রোল নম্বর: উক্ত ফিল্ডে আপনার রোল নম্বর প্রদান করুন
  •  রেজিস্ট্রেশননম্বরঃ উক্ত ফিল্ডে আপনার রেজিস্ট্রেশন নম্বর প্রদান করুন। 

ধাপ ৪: আপনি সব প্রয়োজনীয় তথ্য প্রদান করার পরে “সাবমিট” বা “সার্চ” অপশন চাপুন। এরপর আপনার রেজাল্ট দেখতে পারবেন।

এভাবে আপনি ওয়েবসাইট থেকে আপনার এসএসসি রেজাল্ট দেখতে পারবেন। এছাড়াও আপনি শিক্ষা মন্ত্রনালয় এর ওয়েব সাইট থেকে সহজেই সকল তথ্য পাবেন। 

 

স্যাট একাডেমির একাডেমি সেকশন (১-১২ শ্রেণী) দেখুন - https://sattacademy.com/academy 

বিগত সালের সকল এসএসসি পরীক্ষার প্রশ্ন দেখুন - https://sattacademy.com/academy/board-exam/subcat=all 

ভর্তি প্রস্তুতি লিংক - https://sattacademy.com/admission