Notice

Tamanna 9 months ago
বিসিএস প্রিলিমিনারি + রিটেন টেস্ট

দুটি বিসিএসের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। একটি হচ্ছে ৪০তম বিসিএসের নন–ক্যাডার নিয়োগের সুপারিশ। আরেকটি হচ্ছে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ। সরকারি কর্ম কমিশনে (পিএসসি) গতকাল রোববার একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল ও ৪০তম বিসিএসের নন–ক্যাডার নিয়োগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে কোন বিসিএসের ফল আগে প্রকাশিত হবে, তা নির্ধারিত হয়নি। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।  

গত বছরের ৩০ মার্চ ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। এ ছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি এমন ৮ হাজার ১৬৬ প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়। নন-ক্যাডার পদ পেতে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে মোট ৪ হাজার ৪৭৮ জনকে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে নিয়োগ দেওয়া হবে।

তথ্যসূত্রঃ প্রথম আলো 

 

➡ ঘরে বসে চাকরির প্রস্তুতি নিন স্যাট একাডেমির ওয়েবসাইটে - https://sattacademy.com/job-solution 

➡ সম্প্রতি অনুষ্ঠিত সকল চাকরির প্রশ্নোত্তর দেখুন - https://sattacademy.com/job-solution 

➡ স্যাট একাডেমি আয়োজিত নিয়মিত মডেল টেস্ট দিন - https://sattacademy.com/modeltest-lists 

➡ সাম্প্রতিক প্রশ্নোত্তর পড়ুন - https://sattacademy.com/samprotik-question