ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এর আপডেট প্রশ্ন-ব্যাংক।
এই সেকশনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এর প্রায় প্রতিটি প্রশ্ন স্যাট টিম এবং ইউজাররা একাধিকবার রিভিউ করেছে ফলে প্রশ্নোত্তর সমূহ প্রায় নির্ভুল।
এছাড়া প্রায় প্রতিটি প্রশ্নেই উত্তরের স্বপক্ষে একাধিক ব্যাখ্যা যুক্ত আছে। আপডেট চলমান…
স্যাট একাডেমির সব কন্টেন্ট উন্মুক্ত হওয়ায়, আপনিও ভুল সংশোধন এবং স্ব-স্ব প্রশ্নের স্বপক্ষে ব্যাখ্যা সংযোজন এবং সম্পাদনাও করতে পারবেন।
এই প্রশ্ন-ব্যাংক আপনাকে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এর ধরণ সম্পর্কেই ধারণা দিবে না, বরং গুরুত্বপূর্ণ টপিক্স সম্পর্কেও সম্যক জ্ঞান অর্জন করতে পারবেন।
এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন-ব্যাংক এর কোর ফিচার সমূহ -
প্রায় প্রতিটি প্রশ্নই নির্ভুল এবং উত্তরের স্বপক্ষে প্রাসঙ্গিক ব্যাখ্যা দেওয়া আছে।
প্রায় প্রতিটি প্রশ্নে অধ্যায় ভিত্তিক ট্যাগ যুক্ত করা হয়েছে। এছাড়া আপনিও ট্যাগ যুক্ত করতে পারবেন।
প্রতিটি প্রশ্নে একাধিক ব্যাখ্যা যুক্ত আছে। আপনিও ব্যাখ্যা সংযোজন এবং সম্পাদনা করতে পারবেন।
প্রতিটি প্রশ্ন ব্যাংকে লাইভ টেস্ট দিয়ে নিজের অবস্থান যাচাই করতে পারবেন।
প্রশ্নের উত্তরের জন্য নিম্নোক্ত তথ্যাবলী বিবেচনা কর
জনাব 'এক্স নগদ ৬,০০০ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তাঁর নিজের উত্তোলন ছিল ১,৫০০ টাকা, তাঁর স্ত্রী ব্যবসায় থেকে ৫০০ টাকার পণ্য নিয়ে যায় এবং তিনি তাঁর ব্যক্তিগত জীবন-বীমা প্রিমিয়াম বাবদ ৬৫০ টাকা ব্যবসায়ের ব্যাংক হিসাব থেকে প্রদান করেন। তাঁর মূলধন কমে যাওয়ায় তাঁর ভাই তাকে ৫,০০০ টাকা ধার দেয় যার অর্ধেক পরিশোধিত হয়েছে। তিনি তাঁর পুরানো ব্যক্তিগত গাড়ি যার মূল্য ২,৫০০ টাকা ব্যবসায়িক সম্পত্তির সাথে যুক্ত করেন এবং নিজস্ব তহবিল থেকে ৫,০০০ টাকায় একটি ব্যক্তিগত নতুন গাড়ি খরিদ করেন। একজন কর্মচারীকে দেয়া বেতন ৮৫০ টাকা ভুলে হিসাবভূক্ত করা হয়নি। উল্লিখিত ঘটনাগুলোর জন্য প্রয়োজনীয় সমন্বয় করার আগে তাঁর নীট মুনাফা হয় ২,০০০ টাকা।
প্রশ্নের উত্তরের জন্য নিম্নোক্ত তথ্যাবলী বিবেচনা কর:
A ও B সমঅংশীদার হিসেবে জানুয়ারি ১,২০০৪ তারিখে যথাক্রমে ৩,০০০ টাকা ও ৪,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করে। ২০০৪ সালে তাদের লাভ ছিল ৬০০ টাকা; উত্তোলন ছিল। A ১৫০ টাকা ও B ১০০ টাকা। মূলধনের উপর সুদ ৫%। ২০০৫ সালে তারা লাভ-ক্ষতির হার ২: ১ করলেও অন্য কোন পরিবর্তন করেনি। ২০০৫-এর কারবারেও লাভ হয়, ২,৪০০ টাকা এবং উত্তোলন ছিল। A ১,০০০ টাকা ও B ৫০০ টাকা মূলধনের উপর আগের হারে সুদ ধরা হয়। তবে তা ছিল ২০০৪ সালের সমাপনী জেরের উপর।