পদার্থবিদ্যা

একাদশ- দ্বাদশ শ্রেণি - পদার্থবিদ্যা | NCTB BOOK

প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় বা নির্দেশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে ।

অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টর বলে ।

3 months ago

ধরি , P ও Q দুটি সমজাতীয় ভেক্টর। 

প্রশ্নমতে, 

অর্থাৎ একই জাতীয় দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে ভেক্টরদ্বয়ের যোগফল ও বিয়োগফল সমান হবে। 

3 months ago

কোনো নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং কণার উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণনকে টর্ক বলে । একে দ্বারা প্রকাশ করা হয় ।

 

3 months ago

ঘূর্ণন গতির ক্ষেত্রে বস্তুর জড়তার ভ্রামক I ও কৌণিক বেগ হলে , কৌণিক ভরবেগ 

। কৌণিক বেগের মান এক হলে অর্থাৎ হলে হবে। তাই একক সমকৌণিক বেগে ঘূর্ণায়মান কোনো দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক সংখ্যাগতভাবে এর কৌণিক ভরবেগের সমান ।

 

3 months ago

কোনো স্প্রিং এর মুক্ত প্রান্তের একক সরণ ঘটালে স্প্রিংটি  সরণের বিপরীতে যে বল প্রয়োগ করে তাকে ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক বলে । 

3 months ago