নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - সংস্কৃত - দ্বিতীয় ভাগঃ তৃতীয়ঃ | NCTB BOOK

ঋষি বাচ

দেব্যা হতে ভগ্ন মহাসুরেন্দ্রে

সেন্দ্রাঃ সুৱা বহিপুরোগমাস্তা।

কাত্যায়নীং তুষ্টুবুরিষ্টল

বিকাশিবক্ত্রাস্থ বিকাষিতাশাঃ ১

দেবি প্রপন্নাতিহবে প্রসীদ

প্রসীদ মাতর্জগতোঽখিলস্য।

প্রসীদ বিশ্বেশ্বরি পাহি বিশ্বং

তুমীশ্বরী দেবি চরাচরস্য। ২

ত্বং বৈষ্ণবীশক্তিরনন্তবীর্যা

বিশ্বস্য বীজয়ং পরমাহসি মায়া।

সম্মোহিতং দেখি সমস্তমেতৎ

ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তিহেতু ৩ সর্বভূতা যদা দেবী স্বর্ণমুক্তিপ্রদায়িনী।

তুং তা স্তুতয়ে কা বা ভবন্তু পরমোয়া

সর্বস্য বুদ্ধিরূপেন জনসা ভূমিসংস্থিতে। স্বর্ণপবর্গদে দেবি নারায়ণি নমোহস্তু তো ৫

সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে।

শরণ্যে ত্রাম্বকে গৌরি নারায়ণি নমোহস্তু তো ড

সৃষ্টিস্থিতিবিনাশানং শক্তিভূতে সনাতনি ।

গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণি নমোহস্তু তো ৭

শরণাগত দীনার্তপরিত্রাণপরায়ণে।

সর্বস্যার্তিহরে দেবি নারায়ণি নমোহস্তু তেঃ ৮

হংসযুক্তবিমানস্থে ব্রহ্মাণীরূপধারিণি । কৌশান্তাক্ষরিকে দেবি নারায়নি নমোহস্তু তেঃ

ত্রিশূলচন্দ্রাহিধরে মহাবৃষতবাহিনি।

মাহেশ্বরীস্বরূপেণ নারায়ণি নমোহস্তু তো ১০

গৃহীতোগ্রমহাচক্রে সংশ্লোশ্বতবসুদ্ধরে। বরাহরূপিপি শিৰে নাৱায়ণি নমোঽস্তু তে ১১

সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তিসমন্বিতে।

ভয়েভ্যসত্রাহি নো দেবি দুর্গে দেবি নমোহস্তু তো ১২

মহাবলশালী দৈত্যরাজ শুষ্ক ও তার ভ্রাতা নিশুদ্ধ। তাদের অত্যাচারে ত্রিলোক কম্পিত, দেবতারা ভীত- সন্ত্রস্ত। দেবী চণ্ডী এই দুই পরাক্রান্ত অসুরকে হত্যা করে ত্রিভুবনকে করলেন ভীতিশূন্য। তখন দেবগণ মিলিত হয়ে দেবীর যে স্তুতি করেছিলেন, তা বিধৃত হয়ে আছে মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত শ্রীশ্রীচণ্ডীতে। 'দেবীস্তুতিঃ সেই স্মৃতি থেকে পনেরটি শ্লোকের সংকলন।

শব্দার্থ : তুটুকুঃ- স্তব করলেন। বিকাসিরাঃ- প্রফুল্লবদন। প্রসীদ- প্রসন্ন হও। অনন্তবীর্যা— অনঃশক্তিশালিনী। স্তুতয়ে-- স্তুতিবিষয়ে। হংসযুদ্ধবিমান-ে হে হংসযুক্তবিমানে অবস্থানকারিণী।

সন্ধিবিচ্ছেদ সেন্দ্রাঃ = স + ইন্দ্ৰাঃ টুরিষ্টলান = তুটুকুঃ + ইউলাদ। পরমোয় পরম +

উক্তয়ঃ। সর্বস্যার্ভিহরে = সর্বস্য + আর্তিহবে। নমোহস্থ = নমঃ + অস্থ কারণসহ বিভক্তি নির্ণয় । মহাসুরেন্দ্রে ভাবে ৭মী মাতঃ- সম্বোধনে ১মা ডুবি- অধিকরণে ৭মী।

বুদ্ধিরুপেণ প্রকৃত্যাদিয়াৎ ওয়া ব্যাসবাক্যসহ সমাসের নাম বিশ্বেশ্বর বিশ্বস্য ঈশ্বরী (৬ষ্ঠী তৎপুরুষঃ) সম্বোধনের একবচন। সর্বস্যার্তিহরে- সর্বস্য আর্তিঃ (৬ষ্ঠী তৎপুরুষঃ), তাং হরতি যা (উপপদ তৎপুরুষঃ), সম্বোধনের একবচন । ব্যুৎপত্তি নির্ণয় : তুষ্টুবুঃ = √ + লিট উত্স। সংস্থিতে = স + + ত্ৰিয়াম + আপ,

সম্বোধনের এক বচন। অস্তু = অসৃ+ পোট তু ব্ৰাহি = V + লোট হি।

Content added By