SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - সংস্কৃত - দ্বিতীয় ভাগঃ তৃতীয়ঃ | NCTB BOOK

যক্ষ উবাচ—

কিংদিগুরুতরং ভূমেঃ কিঞ্চিদুচ্চতর খাৎ কিং ফিল্মীঘ্রতরং বায়োঃ কিংফিদ্ বহুতরং তৃণাৎ ॥ ১

যুধিষ্ঠির উপাচ

মাতা গুরুতরা ভূমের খাৎ পিত্তোক্ষরস্তথা। মনঃ শীঘ্রতরং বাতাচ্ছি। বহুতরী তৃণা ২

যক্ষ উবাচ কিংষিদাত্মা মনুষ্যস্য কিংৰিদৈবকৃতঃ সখা। উপজীবনং কিংদিসা কিংবিদস্য পরায়ণম্ ॥ ৩

যুধিষ্ঠির উবাচ

পুত্র আত্মা মনুষ্যস্য ভার্যা দৈবকৃতঃ সখা। উপজীবন পর্জন্যো দানমস্য পরায়ণম্ ॥ ৪

যক্ষ উবাচ—

কিং নু হিড়া প্রিয়ো ভবতি কিং নু হিড়া ন শোচতি। কিং নু হিঢ়ার্থবান ভবতি কিং মু হিতা সুখী ভবেৎ ॥ ৫ যুধিষ্ঠির উবাচ

মানং হিড়া প্রিয়ো ভবতি ক্রোধং হিয়া ন শোচতি।

কামং হিতার্থবান ভবতি লোভং হিত্বা সুখী ভবেৎ ॥ ৬

যক্ষ উবাচ—

কাচ বার্তা কিমাশ্চর্যং কঃ পন্থাঃ কশ্চ মোদতে। মমৈতান চতুরঃ প্রশ্নান্ কথয়িতা জলং পিব ॥ ৭

যুধিষ্ঠির উবাচ—

মাসতুদবীপরিবর্তনেন সূর্যাগ্নিনা রাত্রিদিবেশনেন। অস্মিন্ মহামোহময়ে কটাহে ভূতানি কালা পচতীতি বার্তা ॥ ৮

অন্যহনি ভূতানি গচ্ছস্তি যমমন্দির। শেষাঃ স্থিরভূমিচ্ছন্তি কিমাশ্চর্যমতঃপরম্ ॥ ৯ বেদাঃ বিভিন্না সূতযো বিভিন্নাহ ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং যো দিবসস্যাষ্টমে ভাগে শাকং পদ্ধতি যে গৃহে। অনূগী অপ্রবাসী চ স বাচির! মোদতে ॥ ১১

নাসৌ মুনিযস্য মতং ন ভিন্ন ।

মহাজনো যেন গতঃ স পন্থাঃ। ১০

'যক্ষ-যুধিষ্ঠির-সংবাদঃ' মহাভারতের বনপর্বের অন্তর্গত। বনবাসকালে একদিন পাণ্ডবেরা ও দ্রৌপদী অত্যন্ত পিপাসার্ত হয়ে পড়েন। তখন যুধিষ্ঠির জল আনয়নের জন্য একে একে চার ভাইকে প্রেরণ করেন। তাঁরা এক জলাশয়ের ধারে গমন করেন। এটি ছিল মায়া-সরোবর। সৃষ্টি করেছিলেন বকরূপী যক্ষ। যক্ষ চারজন পাণ্ডবকেই তাঁর প্রশ্নের উত্তর দিয়ে জল পান করতে বলেন। কিন্তু তাঁরা যক্ষের কথা উপেক্ষা করে জল স্পর্শ করার সঙ্গে সঙ্গে মৃত্যুমুখে পতিত হন। পরিশেষে আসেন স্বয়ং যুধিষ্ঠির। তিনি যক্ষের সকল প্রশ্নের উত্তর

সেন। এখানে যক্ষকৃত অনেক প্রশ্নের মধ্যে মাত্র কয়েকটি প্রশ্ন ও উত্তর সংকলিত হয়েছে। শব্দার্থ বা আকাশ থেকে। পর্জন্যঃ- মেঘ। হিতা পরিত্যাগ করে। মোদতে আনন্দিত হয়। - হাতা। অব্যাহনি— প্রতিদিন। মৃতয়ঃ- স্মৃতিশারাসমূহ। যমমন্দিরম্ যমালয়ে । সন্ধিবিচ্ছেদ কিঞ্চিদুচ্চতর = কিম্ + চিৎ + উচ্চতরম্ + চ বাঙাচ্চিন্তা = বাতাৎ + চিন্তা। হিত্বার্থবান্

= হিতা + অর্থবান্। মমৈতান্ = মম + এতান। সূর্যাগ্নিনা = সূর্য + অগ্নিনা।

কারণসহ বিভক্তি নির্ণয় । তৃণাৎ- অপেক্ষার্থে ৫মী। মম সম্বন্ধে ৬ষ্ঠী। প্রশ্নান কর্মে ২য়া। গুহায়া অধিকরণে ৭মী। যমমন্দির- কর্মে হয়া। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় । দৈবকৃতঃ দৈবেন কৃতঃ (৩য়া তৎপুরুষঃ)। সূর্যাগ্নিনা- সূর্য এব অগ্নি (রূপককর্মধারয়ঃ), তেন। রাত্রিদিবেন্দ্রনেন রাত্রিষ্ট দিবা চ = রাত্রিন্দিব (দঃ), তাদৃশম্ ইবনম্

(কর্মধারায়ঃ)। ভেন।

ব্যুৎপত্তি নির্ণয় ভার্যা = √ভূ + + সিয়াম আপু। হিত্বা =

Content added By