প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস (খ্রিষ্টপূর্বাব্দ ৩২৬-১২০৪ খ্রিষ্টাব্দ)

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক)- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা - প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস (খ্রিষ্টপূর্বাব্দ ৩২৬-১২০৪ খ্রিষ্টাব্দ) | NCTB BOOK

যাঁরা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে একই সাথে ব্রাহ্মণ্য আচার এবং ক্ষত্রিয়ের পেশা রাজ্যশাসন ও যুদ্ধবিদ্যা অনুশীলন করে তাকে "ব্রহ্মক্ষত্রিয়" বলে। সেনদের জীবনাচরণে এর প্রভাব দৃশ্যমান। তারা যেমনি ছিলেন রাজ্যশাসন আর অস্ত্রবিদ্যায় পারদর্শী তেমনি শাস্ত্র বিদ্যায়ও সিদ্ধহস্ত।

3 months ago

পাল বংশের প্রতিষ্ঠাতা হল গোপাল বর্ম্মা। তিনি 8ই শতাব্দীতে বাংলাদেশে পাল বংশের রাজত্ব স্থাপন করেন। তার প্রথম রাজধানী পুন্ড্রবর্ধন (বরিশাল এখন বাংলাদেশের বর্দ্ধমান জেলা) ছিল। প্রায় 750 থেকে 770 সালে পাল রাজবংশ শৃংখলান্ত হয়ে যায়।

8 months ago