SAARC- South Asian Association for Regional Co-operation (সার্ক) হলো দক্ষিণ এশিয়ার আটটি দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংগঠন। জনসংখ্যার ভিত্তিতে এটি সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন। ১৯৮০ সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশীয় দেশসমূহের মধ্যে সহযোগিতামূলক বাণিজ গড়ার প্রস্তাব করেন। বাংলাদেশের এ প্রস্তাব গ্রহণ করে ১৯৮১ সালে ভারত, পাকিস্তান ও শ্রীলংকা প্রতিনিধিগণ। কলোম্বোতে মিলিত হয়। পরিশেষে, ১৯৮৩ সালে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত সম্মেলনে এশিয়ার ৭টি দেশ নিয়ে সার্ক প্রতিষ্ঠিত হয়।
প্রধান উদ্দেশ্য- ৫টি
- মানব সম্পদ উন্নয়ন
- যোগাযোগ
- কৃষি ও পল্লী উন্নয়ন
- স্বাস্থ্য ও জনসংখ্যা কার্যক্রম
- বিজ্ঞান প্রযুক্তি ও আবহাওয়াবিদ্যা
সার্কের সদস্য দেশ- ৮টি
- বাংলাদেশ
- ভারত
- মালদ্বীপ
- ভুটান
- পাকিস্তান
- শ্রীলংকা
- নেপাল
- আফগানিস্তান
জেনে নিই
- প্রতিষ্ঠিত হয়- ১৯৮৫ সালে ঢাকায়।
- প্রধান উদ্যোক্তা- প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বাংলাদেশ)।
- সার্কের সদরদপ্তর অবস্থিত- কাঠমুন্ডু, নেপাল।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান (২০০৭)।
- মহাসচিব নির্বাচিত হয় ৩ বছরের জন্য।
- প্রথম চেয়ারম্যান- হোসাইন মোহাম্মদ এরশাদ (বাংলাদেশ)।
- প্রথম মহাসচিব- আবুল আসান (বাংলাদেশ)।
- প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়- ১৯৮৫ সালে ঢাকায়।
- প্রথম নারী মহাসচিব- ফাতিমা দিয়ানা সাঈদ।
- সার্ক ঘোষিত মীনা দিবস- ৮ ডিসেম্বর।
- সার্কভুক্ত যে দেশের আয়তন প্রায় বাংলাদেশের সমান- নেপাল।
- সার্ক সম্মেলনে যা করা যায়না- দ্বিপাক্ষিক আলোচনা।
- SAARC এর অন্তর্ভুক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র- ৩টি (নেপাল, আফগানিস্তান, ভুটান)।
- সার্কের সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- ২০১৪ সালে; নেপালে।
- সম্মেলন বন্ধ আছে ২০১৬ সাল থেকে।
সার্কের বিভিন্ন সংস্থা
| সার্কের সংস্থা | অবস্থান |
|---|---|
| আবহাওয়া কেন্দ্র বিশ্ববিদ্যালয় | ঢাকা, বাংলাদেশ |
| বিশ্ববিদ্যালয় | নয়াদিল্লি, ভারত |
| ডকুমেন্টেশন | |
| সাংস্কৃতিক কেন্দ্র | শ্রীলংকায় |
| সার্ক কৃষি বিষয়ক কেন্দ্র | ঢাকা, বাংলাদেশ |
| দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র | গুজরাট, ভারত |
| মানব উন্নয়ন কেন্দ্র | ইসলামাবাদ, পাকিস্তান |
| সার্ক তথ্য কেন্দ্র | নেপালে |
Content added By
# বহুনির্বাচনী প্রশ্ন
New Dilhi
Islamabad.
Kathmundu
Dhaka
তথ্য অধিদপ্তর
প্রেস কাউন্সিল
পিআইবি
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর
কাঠমান্ডূ
দিল্লি
কলম্বো
মালে
১৯৯৮
১৯৯৭
১৯৯৬
১৯৯৫
ঢাকা
কাঠমুন্ডু
কলম্বো
নয়াদিল্লি