প্রতিষ্ঠার প্রেক্ষাপট: ওআইসি আরব-ইসরাইলের তৃতীয় যুদ্ধের প্রেক্ষাপটে ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদ এ ইসরাইল কর্তৃক অগ্নিসংযোগের পরিপ্রেক্ষিতে মরক্কোর বাবাতে মুসলিম জোট গড়ে উঠে। ১৯৬৯ সালে গঠিত সংস্থাটিতে ৫৭টি দেশ প্রতিনিধিত্ব করছে যার মধ্যে ৪৯টি মুসলমান প্রধান দেশ। সংস্থাটির মতে তারা মুসলিম বিশ্বের সম্মিলিত কন্ঠস্বর হিসেবে এবং 'আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি প্রচারের চেতনা নিয়ে মুসলিম বিশ্বের স্বার্থ ধারণ ও সুরক্ষায় কাজ করে থাকে।
জেনে নিই
- পরিচয়: মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট।
- OIC: Organization of Islamic Co-operation [ইসলামি সহযোগিতা সংস্থা।
- প্রতিষ্ঠাকালীন নাম: Organization of the Islamic Conference | ইসলামি সম্মেলন সংস্থা]
- প্রতিষ্ঠা: মরক্কোর রাবাতে ১৯৬৯ সালে দেশগুলো এক সম্মেলনে বসে।
- অমুসলিম হয়েও সদস্য: [উগান্ডা, গায়ানা, সুরিনামসহ ৮টি দেশ]
- সদস্যপদ স্থগিত আছে: সিরিয়ার (২০১২ থেকে)
- ভাষা: ৩টি (আরবি, ফরাসি ও ইংরেজি)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: লাহোরে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলনে [২৩ ফেব্রুয়ারি, ১৯৭৪]
Content added By
# বহুনির্বাচনী প্রশ্ন
১৯৭৪
১৯৭৩
১৯৭৫
১৯৭২
জেদ্দা
রাবাত
কায়রো
কুয়ালালামপুর
Vaccination
Rohingya crisis
Tigray region crisis
Covid-19 outbreak
1972
1975
1973
1974
1971
1979
1980
1981
None
Read more