অষ্টম শ্রেণি (মাধ্যমিক) - সংস্কৃত - দ্বিতীয় অধ্যায় | NCTB BOOK

(ক) ণত্ব-বিধান

যে-সকল বিধান বা নিয়ম অনুযায়ী দন্ত্য ন মূর্ধন্য গৃ-তে পরিণত হয়, তাদের ণত্ব-বিধান বলা হয়।
প্রধানত নিম্নলিখিত ক্ষেত্রে দন্ত্য নৃ মূর্ধন্য ণ-তে পরিণত হয়

এক পদস্থিত খ, ক্ষু, র, ও মূর্ধন্য ঘৃ-এই চারবর্ণের পরবর্তী দত্তা নৃ মূর্ধন্য ণ হয়।

যা - তৃণমূ, নৃণাম্, ক্ষণম্, ভিসৃণাম্‌ ইত্যাদি।
খৃ – মাতৃণাম, পিতৃণাম্‌, ভ্রাতৃণাম্‌, নেতৃণাম্‌ ইত্যাদি।

কর্ণঃ, বর্ণঃ, চতুর্ণাম, বিদীর্ণ, ইত্যাদি।

ম - কৃষ্ণঃ, বিষ্ণু, তৃষ্ণা, সহিষ্ণু ইত্যাদি।

+

যদি স্বরবর্ণ, ক-বর্গ, প-বর্গ, য, ব, হ, বা অনুষার)-এর ব্যবধান থাকে তাহলেও ক, খৃ.

[-এর পরস্থিত একপদস্থ দন্ত্য ন মূর্ধন্য ণ হয়। যেমন-

স্বরবর্ণের ব্যবধান- করণ (বৃ + অ + গ)।

ক-বর্গের ব্যবধান- তর্কে ( + ক + এ+ ন)।

প-বর্গের ব্যবধান- দর্পেণ (ব+প্+এ+ণ)।

য-এর ব্যবধান- সূর্যেণ (র+এ+)।

বৃ-এর ব্যবধান-
ই-এর ব্যবধান-
গর্বেশ (র + ব্ + এ + গ)

গ্রহণে + অ ++)।

(অনুসার)-এর ব্যবধান- হাম্ +অ+)

10

পরা, পূর্ব ও অপর শব্দের পরস্থিত 'অভ্র' শব্দের দন্ত্য ন মূর্ছনা " হয়। যেমন প্রত্নঃ, পরার, পূর্বাহ্ণ,

অপরাহঃ।

81
প্র, পরা পরি ও নির্—এই চারটি উপসর্গের পরবর্তী নম্, নশ, নী প্রভৃতি ধাতুর দন্ত্য ন মূর্ধন্য ণ হয়।

যেমন-

নম্-প্রণমতি, পরিণমতি, প্রণামঃ, পরিণামঃ।
ন-প্রপশ্যতি, প্রণাশঃ, পরপিশ্যতি।
নী-প্রণয়তি, প্রণয়ঃ পরিণতি, পরিণয়ঃ।

দ্রষ্টব্য : = = = হ+

(খ) ষত্ব-বিধান

যে-সকল বিধান বা নিয়ম অনুযায়ী দন্ত্য স মূর্ধন্য -তে পরিবর্তিত হয় তাদের যত্ন-বিধান বলা হয়। ঘ-তুর

চারটি প্রধান বিধান বা নিয়ম নিম্নে প্রদত্ত হল:
অ, আ ভিন্ন ঘরবর্ণ এবং ক্ ও র-এদের যে কোন বর্ণের পরস্থিত প্রত্যয়ের দন্ত্য স মূর্ধন্য ষ্ হয়।

যেমন-

অ, আ ভিন্ন স্বরবর্ণের পর মুনিষু, সাধুধু, নদীষু।
ক্-এর পরে -দিক্ষু (ক্ষ = ক + ষ )
ব-এর পরে
-
চতুর্ষু, গীর্ষ, সর্বেষু।

(অনুসার) এবং ঃ (বিসর্গ)-এর ব্যবধান থাকলেও প্রত্যয়ের দন্ত্য সৃ মূর্ধন্য ঘৃ হয়। যেমন- হবীংখি,
ধনুংশি, আয়ুংষু।

201
ই-কারান্ত ও উকারান্ত উপসর্গের পর সিছ, সম্পা, সদৃ, সি প্রভৃতি ধাতুর দন্ত্য স মূর্ধন্য ঘৃ হয়। যেমন-
ই-কারান্ত উপসর্গের পর- অভিষেকঃ প্রতিষ্ঠানম্, নিষাদঃ, প্রতিষেধঃ।

দ্রষ্টব্য : অভিষেকঃ = অভি-সিচ্ + যজ্ঞ। প্রতিষ্ঠানম্ = প্রতিস্থা + অনট্। নিষাদঃ = নি-সদৃ + ঘঞ।
প্রতিষেধঃ= প্রতি-সিধ ঘ
উ-কারান্ত উপসর্গের পর-অনুষ্ঠানম্, অনুষেদ্ধতি।

দ্রষ্টব্য: অনুষ্ঠানম্ অনুস্থা অট। অনুষেধতি = অনু- সি + ল ভি।

81
ট-বর্গের পূর্ববর্তী দন্ত্য স মূর্ধন্য ষ হয়। যেমন-কষ্ট, স্পষ্টঃ, ওষ্ঠ, দুষ্টঃ।

প্রশ্নমালা

সঠিক উত্তরটির পাশে ঠিক (/) চিহ্ন দাও :

(ক) তর্কেন/তর্কেণ/তার্কেন/তার্কেল

(খ) অপরাহঃ/অপরাহ্নঃ আপরাহঃ/আপরাহ্নঃ।

(গ) অনুস্টানম্/অনুষ্ঠাম/অনুষ্ঠানম/আনুষ্ঠানম্ ।

(ঘ) পরিণ্যশ্যতি / পরিণশ্যতি/পরিনয্যতি/পরিনস্যতি ।

২। শুদ্ধ কর :

করনম্, হরিনা, পূর্বাহ্নঃ, মধ্যাহঃ, নরেশ, নদীসু, অনুস্টানম্ ।

৩। নিচের প্রশ্নগুলির উত্তর দাও :

(ক) এক পদস্থিত ম্-এর পরে কোন ন হয়?

(খ) 'তৃণমূ' পদে কেন মূর্ধনা গৃ হয়েছে?

(গ) 'পূর্বাহ্ণ' পদে কেন মূর্ধন্য ণূ হয়েছে?

(ঘ) 'প্রণয়ঃ' পদে কেন মূর্ধন্য ণ হয়েছে?

(ঙ) ই-কারান্ত উপসর্গের পর 'সিচ্' ধাতুর দন্ত্য স্ কোন্‌ স হয় ?

(চ) 'কষ্টম' পদে মূর্ধন্য-ষ হয়েছে কেন?

৪। স্বত্ব-বিধানের তৃতীয় ও চতুর্থ সূত্রটি উদাহণসহ ব্যাখ্যা কর ।

৫। যত্ন-বিধান কাকে বলে। উদাহরণসহ যত্ন-বিধানের প্রথম সূত্র দুটি লেখ।

৬। উদাহারণসহ ণত্ব-বিধানের তৃতীয় ও চতুর্থ সূত্রটি লেখ।

৭। গত বিধান কাকে বলে? উদাহরণসহ ণত্ব-বিধানের প্রথম দুটি সূত্র লেখ।

 

Content added By