SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

চতুর্থ শ্রেণি (প্রাথমিক) - ইসলাম ও নৈতিক শিক্ষা - ইমান ও আকাইদ | NCTB BOOK

কালিমাতু শাহাদাতিন। কালিমা অর্থ বাক্য। শাহাদত অর্থ সাক্ষ্য দেওয়া। কালিমা শাহাদত মানে সাক্ষ্য দেওয়ার বাক্য। এই কালিমা দ্বারা তাওহিদ ও রিসালাতের সাক্ষ্য দেই। এ দ্বারা আমরা একমাত্র আল্লাহ তায়ালাকেই মাবুদ হিসেবে স্বীকার করে নেই। হযরত মুহাম্মদ (স) কে আল্লাহর বান্দা ও রাসুল হিসেবে সাক্ষ্য দেই। তাওহিদ ও রিসালাতের উপর ইমান আনি। এটি ইসলামের মূল বিষয়। কালিমা শাহাদত হলো : 

আশ্হাদু আল্‌-লা ইলাহা ইল্লাল্লাহুأَشْهَدُ أَنْ لَّا إِلَهَ إِلَّا اللهُ
ওয়াহ্দাহূ লা শারীকালাহূ ওয়া আশহাদু
আন্না মুহাম্মাদান আবদুহূ ওয়া রাসূলুহূان مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

কালিমা শাহাদতে দুটি অংশ আছে : 

প্রথম অংশ: আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহূ লা শারীকালাহু  

অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি এক, তাঁর কোনো

 শরিক নেই ৷

এই প্রথম অংশ দ্বারা আমরা আমাদের স্রষ্টা, পালনকারী, রিজিকদাতা, পরম দয়ালু, একমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে স্বীকার করে নিই। আর সাক্ষ্য দেই— আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের যোগ্য নয়।

ওয়াহ্দাহূ দ্বারা আমরা আল্লাহ তায়ালার একত্ববাদের স্বীকারোক্তি করি। আর ‘লা শারীকালাহূ' দ্বারা শিরককে বাতিল বলে ঘোষণা দেই।

কারণ শিরক হলো তাওহিদের বিপরীত। একজন মুমিন কোনো রকম শিরকে লিপ্ত হতে পারে না। আমরা জানি আল্লাহর কোনো শরিক নেই। 

দ্বিতীয় অংশ : ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহূ ওয়া রাসুলুহূ 

অর্থ : “আমি আরও সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই মুহাম্মদ (স) আল্লাহর বান্দা ও রাসুল।”

এই দ্বিতীয় অংশ দ্বারা সাক্ষ্য দেই যে, মুহাম্মদ (স) যেমন আল্লাহর বান্দা তেমনি তিনি আল্লাহর রাসুল।

আমরা আল্লাহকে চিনতাম না। আল্লাহ সম্বন্ধে জানতাম না। কোন কাজে আল্লাহ তায়ালা খুশি হন তাও জানতাম না। মুহাম্মদ (স) আমাদের আল্লাহর পরিচয় জানিয়েছেন। তাঁর বাণী শুনিয়েছেন। আল্লাহর ইবাদত করার নিয়ম শিখিয়েছেন। তিনি নিজে আল্লাহর বিধান পালন করে আমাদের তা হাতে-কলমে শিক্ষা দিয়েছেন। আমরা আল্লাহর পথে চলব। রাসুল (স)-এর দেখানো পথে চলব। তাওহিদ ও রিসালাতে বিশ্বাস হলো ইমানের মূলকথা।

জাতীয় কবির সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলব : 

                                          তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন

                                              ক্ষুধা পেলে অন্ন জোগাও, মানি চাই না মানি

                                                            খোদা তোমার মেহেরবাণী ॥

                                            খোদা তোমার হুকুম তরক করি আমি প্ৰতি পায় 

                                             তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায় ৷৷

                                            শ্রেষ্ঠ নবী দিলে মোরে, তরিয়ে নিতে রোজ হাশরে

                                               পথ না ভুলি তাইতো দিলে পাক কুরআনের বাণী

                                                                খোদা তোমার মেহেরবাণী ॥

Content added By

Promotion