SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Social Account

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - পদার্থবিজ্ঞান (পুরোনো সংস্করণ) - ভৌত রাশি এবং পরিমাপ (Physical Quantities and Their Measurements) | NCTB BOOK

বিজ্ঞান বা পদার্থবিজ্ঞান চর্চা করার জন্য আমাদের নানা কিছু পরিমাপ করতে হয়। কখনো আমাদের হয়তো গ্যালাক্সির দৈর্ঘ্য মাপতে হয় (6×1024m) আবার কখনো একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ মাপতে হয়(1×10-15m); দূরত্বের মাঝে এই বিশাল পার্থক্য মাপার জন্য সব সময়েই একই ধরনের সংখ্যা ব্যবহার করা বুদ্ধিমানের কাজ নয়, তাই আন্তর্জাতিকভাবে কিছু SI উপসর্গ বা গুণিতক (prefix) তৈরি করে নেওয়া হয়েছে। এই গুণিতক থাকার কারণে একটা ছোট উপসর্গ লিখে অনেক বড় কিংবা অনেক ছোট সংখ্যা বোঝাতে পারব। উপসর্গগুলো টেবিল 1.05 এ দেখানো হয়েছে। আমরা দৈনন্দিন জীবনে কিন্তু এগুলো সব সময় ব্যবহার করি। দূরত্ব বোঝানোর জন্য এক হাজার মিটার না বলে এক কিলোমিটার বলি। ক্যামেরার ছবির সাইজ বোঝানোর জন্য দশ লক্ষ বাইট না বলে এক মেগাবাইট বলি!

 

টেবিল 1.05: SI ইউনিটে ব্যবহৃত গুণিতক বা উপসর্গ
ডেকা da 101
হেক্টা h 102
কিলো k 103

মেগা

M 106
গিগা G 109
টেরা T 1012
পেটা P 1015
এক্সা E 1018

 

টেবিল 1.05: SI ইউনিটে ব্যবহৃত গুণিতক বা উপসর্গ
ডেসি d 10-1
সেন্টি c 10-2
মিলি m 10-3
মাইক্রো μ 10-6
ন্যানো n 10-9
পিকো p 10-12
ফেমটো f 10-15
এটো a 10-18

 

 

 

Content added || updated By