SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

অষ্টম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) - খ্রিষ্টধর্ম শিক্ষা - অঞ্জলি ৩ | NCTB BOOK

উপহার ৩৯

সেবাপ্রতিষ্ঠান পরিদর্শনের প্রস্তুতি

 

 

 

শিক্ষক তোমাকে শুভেচ্ছা জানাবেন। তুমি শিক্ষকের সাথে শুভেচ্ছা বিনিময়ে অংশগ্রহণ করো।

 

একটি নির্দিষ্ট দিনে তোমাকে একটি সেবা প্রতিষ্ঠান পরিদর্শনে যেতে হবে। তুমি যে প্রতিষ্ঠান পরিদর্শনে যাবে সেটি হতে পারে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে, হতে পারে প্রি-স্কুল, অ-প্রাতিষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক শিক্ষাকেন্দ্র অথবা মিশনারি স্কুল। আবার প্রতিষ্ঠানটি হতে পারে খ্রীষ্টমন্ডলী পরিচালিত চিকিৎসাসেবাকেন্দ্র বা কোনো দাতব্য সেবা প্রতিষ্ঠান অথবা ফ্রি ফ্রাইডে চিকিৎসাসেবাকেন্দ্র।

শিক্ষক তোমাকে পরিদর্শনে যাবার তারিখ ও সময় পূর্বেই জানাবেন। পরিদর্শনে যাবার জন্যে তোমার মাতা- পিতা বা অভিভাবকের অনুমতি নিতে হবে। শিক্ষক তোমাকে পরিদর্শনে যাবার বেশ আগেই অনুমতি পত্র দিয়ে সেটি পূরণ করে আনতে বলবেন। তুমি নির্দিষ্ট সময়ের পূর্বে অনুমতিপত্র তোমার মাতা-পিতা বা অভিভাবকের স্বাক্ষরসহ শিক্ষকের কাছে জমা দেবে।

পরিদর্শনে যাবার দিনটি হতে পারে স্কুল চলাকালীন দিনে আবার তা হতে পারে ছুটির দিনেও। পরিদর্শন চলাকালীন সময়ে তোমাকে কিছু নিয়মাবলি মেনে চলতে হবে। তোমার কোনো ভয় নেই কারণ শিক্ষক তোমাকে পরিদর্শনে যাবার উদ্দেশ্য বিস্তারিতভাবে ও সঠিকভাবে আগেই বুঝিয়ে বলবেন। পরিদর্শনে যাবার বিষয়ে তোমার যদি কোনো প্রশ্ন বা জানার বিষয় থাকে তাহলে তুমি নির্ভয়ে শিক্ষকের কাছে জানতে চেয়ো। শিক্ষক যত্ন সহকারে ও সুশৃঙ্খলভাবে পরিদর্শন কার্যক্রমটি পরিচালনা ও পর্যবেক্ষণ করবেন।

পরিদর্শনে যাবার জন্যে কখন কোথায় তোমাকে আসতে হবে এবং কী কী জিনিসপত্র তোমার সাথে নিতে হবে শিক্ষক তা পূর্ব থেকেই তোমাকে বলবেন। তোমার হয়তো ব্যাগ, নোটবুক, কলম ও পানি লাগতে পারে। সকালের নাস্তা, দুপুরের খাবার বা বিকেলের নাস্তা তোমার বাড়ি থেকে আনতে হবে কি না তা তোমাকে আগেই জানানো হবে। শিক্ষক তোমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন, তুমি চিন্তা করবে না। পরিদর্শনের সময়ে পরিবহণ বা যানবাহন ব্যবহার করা হলে সতর্কতা ও সাবধানতা বজায় রেখো, যেনো কোনো প্রকার দূর্ঘটনা না ঘটে।

পরিদর্শনে গিয়ে তুমি অবশ্যই সকলের সাথে ভালো আচরণ করবে। সেখানে গিয়ে তোমার যা করণীয় কাজ তা মনোযোগ দিয়ে করো, শিক্ষক তোমাকে তোমার করণীয় কাজ সম্পর্কে আগেই জানিয়ে দেবেন। সাক্ষাৎকারের বিষয় থাকলে শিক্ষক তোমাকে আগেই বলবেন তোমাকে কোথায়, কখন ও কার সাথে সাক্ষাৎকার গ্রহণ করতে হবে। পরিদর্শন চলাকালে শিক্ষক যে কাজে তোমাকে অংশগ্রহণ করতে বলেন সে কাজে অংশগ্রহণ করো। শিক্ষক তোমার সক্রিয় অংশগ্রহণ পর্যবেক্ষণ করবেন।

Content added || updated By