SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

মানুষ নিরাপত্তা, আরামদায়ক, পারিপার্শ্বিক প্রতিকূলতা, দৈনন্দিন সুযোগ-সুবিধা ও প্রতিপত্তি প্রভৃতি চাহিদা পূরণের লক্ষ্যে স্থায়ী বা অস্থায়ীভাবে দীর্ঘ সময়ের জন্য যে ভবনে বা ইমারতে বসবাস করে তাকে বাড়ি বা আবাসিক ইমারত 'বলে। ইমারতটি আবাসিকে বসবাসকারীর নিজস্ব মালিকানাধীন হতে পারে আবার নাও হতে পারে কিন্তু সার্ভিস সুবিধাদি যেমন- রান্না, খাওয়া অর্থাৎ গ্যাস, পানি, বিদ্যুৎ ইত্যাদি নিজস্ব ক্ষমতাধীন থাকে । হোটেল বা ডরমিটরি ইত্যাদিতে মানুষ স্থায়ী বা অস্থায়ীভাবে দীর্ঘ সময়ের জন্য বসবাস করলেও এসব সুবিধাদি নিজস্ব আওতাধীন থাকে না ।

যে সকল সুবিধাদি মানুষ একটি বাড়ি বা আবাসিক ইমারত থেকে পেয়ে থাকে তা নিম্নরূপ—

  • আশ্রয় (Shelter) 
  • নিরাপত্তা (Security) 
  • পারিপার্শ্বিক প্রতিকূলতা ( Social Adversity) থেকে সুরক্ষা 
  • প্রাকৃতিক দুর্যোগ (Natural Hazards) থেকে রক্ষা ) 
  • সার্ভিস সুবিধাদি (Services i.e. water, gas, electricity, sewerage etc.) 
  • আরামদায়ক (Comfortable ) 
  • সামাজিক মর্যাদা (Social Status)। 
  • বিশ্রামস্থল ( Rest Area) 
  • আনুষাঙ্গিক চাহিদা (Convinence) 
  • পূরণ বিলাসিতা (Luxuries), 
  • স্বাচ্ছন্দ্য (Relief), 
  • রুচি (Elegance) ইত্যাদির প্রকাশ 
  • সামাজিক ও পারিবারিক মিলনস্থল (Social & Family place or Rendezvous ) 
  • পারিবারিক সম্পর্ক ( Family Relationship) । 
  • বন্ধুত্ব ও সাহচর্য্য (Companionship) ) 
  • পারিবারিক চিত্তবিনোদন (Family Recreation) 
  • শিশুদের খেলাধুলা (Games area ) 
  • প্ৰাৰ্থনা (Pray)
Content added By
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.