SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

এইচএসসি (বিএমটি) ভোকেশনাল - ফিন্যান্সিয়াল কাস্টমার সার্ভিসেস-২ - ঋণ সম্প্রসারণে বাণিজ্যিক ব্যাংক | NCTB BOOK

বাণিজ্যিক ব্যাংকের অন্যতম একটি কাজ ঋণদান। বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়িক স্বার্থেই জনগণ থেকে সংগৃহীত আমানতের একটি অংশ তারল্য হিসাবে রেখে বাকি অর্থ গ্রাহক বা বিনিয়োগকারীদের ঋণদান করে থাকে। বিভিন্ন ব্যাংক বিভিন্নভাবে গ্রাহকদের/বিনিয়োগকারীদের এই ঋণ দিয়ে থাকে। তারা আমানতকারীদের নিকট থেকে সংগৃহীত অর্থ যেমন ব্যবসায়ীদের ঋণ হিসেবে দেয়, তেমনি আমানতকারীদেরও প্রয়োজনে সেই আমানতের অর্থ ঋণ হিসেবে প্রদান করে। বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে বিভিন্ন ব্যাংক বিভিন্ন নামে বিনিয়োগকারীদের এসব ঋণ দেয়। বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণসমূহকে তিনটি ভাগে ভাগ করা যায়। যথা-

ক. সিসি হাইপো (Cash Credit Hypo) : এটি পণ্য বা সেবা ক্রয়ের জন্য দেওয়া হয়। এর জন্য বিনিয়োগকারীদের ঋণগ্রহীতার নামে একটি ঋণ হিসাব সৃষ্টি করা হয়। এক্ষেত্রে ঋণ অনুমোদনের পূর্বে ঋণের বিপরীতে জামানত রাখা হয়। অতঃপর অনুমোদিত ঋণ ঋণগ্রহীতার হিসাবে জমা করা হয়। ঋণগ্রহীতা তার সময়-সুযোগ বুঝে ঋণের টাকা উত্তোলন করে তার পণ্য ক্রয় করে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, CC Hypo-এর অধীনে ক্রয়কৃত পণ্য গ্রাহকের জিম্মায় থাকে।

খ. সিসি প্লেজ (Cash Credit Pledge): এ ধরনের ঋণের বেলায় ব্যাংক ঋণগ্রহীতাকে ঋণের একটি লিমিট বা সীমা বেঁধে দেয়। ঐ ঋণের লিমিট বা সীমাটি পণ্যের মূল্যের থেকে সামান্য বেশি হয়ে থাকে। অর্থাৎ ঋণগ্রহীতার বা ব্যবসায়ীর নির্দেশিত পণ্য ব্যাংক ক্রয় করে নিজস্ব কাস্টডিতে/জিম্মায় রেখে দেয়। ব্যবসায়ী বা ঋণগ্রহীতা টাকা প্রদান করলে ব্যাংক একটি DO (ডেলিভারি অর্ডার) দেয়। তারপর গুদাম থেকে পণ্য খালাস হয়। এটি আবার বিভিন্ন ব্যাংক বিভিন্নভাবে বাস্তবায়ন করে থাকে। সাধারণত কনভেনশনাল ব্যাংকগুলোর মধ্যে কিছু কিছু ব্যাংক ব্যাংকার-গ্রাহক সুসম্পর্কের কারণে ব্যাংকের নিজস্ব কাস্টডিতে বা জিম্মায় পণ্য না রেখে গ্রাহকের জিম্মায় রেখে দেয়। তবে বাংলাদেশের ইসলামী ধারার ব্যাংকগুলো পণ্য ক্রয় করে নিজস্ব গুদামে বা নিজস্ব জিম্মায় রাখে। এটির অন্যতম একটি উদ্দেশ্য হলো ঋণের টাকা যাতে অন্য কোনো কাজে ব্যয়িত না হয় এবং ঋণটি যাতে খেলাপী না হয়। 

গ. মেয়াদি ঋণ (Term Loan ) : সাধারণত শিল্পের জন্য বড় অঙ্কের কোনো ঋণ যা Project Finance নামে পরিচিত অথবা পরিচালনা তহবিল বা Working Capital এর জন্য অনুমোদিত ঋণ—এ ধরনের ঋণের অন্তর্ভুক্ত। অর্থাৎ নতুন কোনো শিল্প গড়ার জন্য বৃহৎ অঙ্কের ঋণ যদি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য কোনো বিনিয়োগকারীকে প্রদান করা হয়, তখন তাকে Term Loan/মেয়াদি ঋণ বলা হয়। 

এছাড়া ব্যক্তিগত ঋণের (Personal Loan) আওতায় গ্রাহকদের টিভি, ফ্রিজ, গাড়ি কেনার জন্যও ঋণ প্রদান করা হয়। এটিকেও মেয়াদি ঋণ বলা হয়। এটিকে আবার Consumer Credit নামেও আখ্যায়িত করা হয়। এ ধরনের Project Finance. Working Capital, Personal Loan, Consumer Credit সবই Term Loan-এর আওতাভুক্ত। এ ধরনের ঋণকে বিভিন্ন ব্যাংক ভিন্ন নামেও আখ্যায়িত করতে পারে। তবে ঋণ প্রদানের উদ্দেশ্য এবং ঋণ প্রদানের টার্গেট কাস্টমার একই। যেমন: কয়েকটি ব্যাংক বিয়ে করার জন্য Marriage Loan, বাসা- বাড়ি নতুনভাবে সাজানোর জন্য House Renovation Loan বা বাড়ি সংস্কার ঋণ এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবন সঠিকভাবে শেষ করার জন্য Study Loan বা শিক্ষা ঋণ দিয়ে থাকে। কিন্তু সব ব্যাংক আবার এ ধরনের ঋণ দেয় না। তাই ব্যাংকভেদে ঋণের ধরনের যেমন পরিবর্তন হয়, তেমনি ব্যাংকের পণ্য বা ঋণগুলো ভিন্ন ভিন্ন নামেও হতে পারে।

উপরিউক্ত ঋণগুলো ছাড়াও বাণিজ্যিক ব্যাংকগুলো এসএমই খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য বিভিন্ন ধরনের ঋণ প্রদান করে। আবার নতুন উদ্যোক্তাদের সহায়তার জন্য জামানতবিহীন যেমন ঋণ রয়েছে, তেমনি বাণিজ্যিক ব্যাংকগুলোর নারী উদ্যোক্তাদের জন্যও বিভিন্ন নামে ঋণ প্রদান করে থাকে। তবে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন নামে ঋণদান কার্যক্রম চালালেও সব ধরনের ঋণদানই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় হয়। বাংলাদেশ ব্যাংকের প্রণীত নীতিমালার বাইরে গিয়ে কোনো বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে না।

Content added || updated By
Promotion