SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

এইচএসসি (বিএমটি) ভোকেশনাল - কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-১ - NCTB BOOK

তথ্য প্রক্রিয়াকরণের অংশটিকে বলে সিস্টেম ইউনিট। সিস্টেম ইউনিট বলতে মূলত কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা সিপিইউকে বোঝানো হয়। কম্পিউটারের ইনপুট/আউটপুট যন্ত্রপাতিগুলো সিপিইউ (Central Processing Unit) থেকে নির্দেশ না পাওয়া পর্যন্ত কাজ করতে পারে না। অনুরূপপভাবে মেমোরিও এককভাবে কোনো কাজ করতে পারে না। সকল কাজের উপাদান একত্রে এই কম্পিউটার সিস্টেম ইউনিটে প্রসেস হচ্ছে। কম্পিউটার সিস্টেম ইউনিটের বিভিন্ন উপাদান যেমন- হার্ডওয়্যার, সফটওয়্যার, ফার্মওয়্যার ও হিউম্যানওয়্যারের সমন্বয়ে তথ্য প্রক্রিয়াকরণসহ বিভিন্ন কার্যসম্পাদন করছে। তাই সিস্টেম ইউনিটের বিভিন্ন উপাদান সম্পর্কে আমরা এ অধ্যায় থেকে বিশদ জানতে পারবো।

Content added By
Promotion