SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) - খ্রিস্ট্রধর্ম শিক্ষা - অঞ্জলি ২ | NCTB BOOK

শিক্ষক নিচের গানটির গাওয়ার মধ্য দিয়ে সেশন শুরু করতে পারেন। গানটি তোমার জানা না থাকলে YouTube থেকে দেখে নিতে পারো। বা তোমার বাবা-মা/অভিভাবক বা ভাই-বোন বা আত্মীয়কে জিজ্ঞেস করতে পারো, হতে পারে তাঁরা কেউ গানটি জানেন এবং তোমাকে গেয়ে শোনালেন।

আমি  তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি।

 তোমার সেবার মহান দুঃখ সহিবারে দাও ভকতি।। 

তাই চাই ভরিয়া পরান দুঃখের সাথে দুঃখের ঘ্রাণ, 

তোমার হাতের বেদনার দান এড়ায়ে চাহি না মুকতি।

 মুখ হবে মম মাথার ভূষণ সাথে যদি দাও ভকতি।। 

যত দিতে চাও কাজ দিয়ো যদি তোমারে না দাও ভুলিতে,

 অন্তর যদি জড়াতে না দাও জানজঞ্জালগুলিতে। 

ধুলায় রাখিয়ো পবিত্র ক'রে তোমার চরণধূলিতে

 তুলায়ে রাখিয়ো সংসারতলে, তোমারে দিয়ো না ভুলিতে।। 

যে পথে ঘুরিতে দিয়েছ ঘুরিবা যাই যেন তব চরণে, 

সব শ্রম যেন বহি লয় মোরে সকলশ্রান্তিহরণে।

দুর্গম পথ এ ভৰগ্ৰহন, কত ত্যাগ শোক বিরহদহন  

জীবনে মৃত্যু করিয়া বহন প্রাণ পাই যেন মরণে 

সন্ধ্যাবেলায় লভি গো কুলায় নিচ্ছিলশরণ চরণে।।

 

এখন মনোযোগ সহকারে video টি দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর ভাবো। 

  • লোকটি কীভাবে আহত হয়েছিল?
  • প্রথম পথিক কে ছিলেন? তিনি লোকটিকে দেখে কী করলেন? 
  • দ্বিতীয় পথিক কে ছিলেন? তিনি লোকটিকে দেখে কী করলেন?
  • তৃতীয় পথিক কে ছিলেন? তিনি লোকটিকে দেখে কী করলেন?
  •  যীশু তৃতীয় পথিক সম্বন্ধে কী বলেছিলেন?
  • এখানে ঐ বিপদগ্রস্ত লোকটির প্রতিবেশী কো

 

বাড়ির কাজ

বাড়িতে গিয়ে তোমার বাবা-মা/অভিভাবকের সাথে “প্রতিবেশী কে? তা নিয়ে আলোচনা করবে। পরবর্তী সেশনে এ বিষয় নিয়ে আলোচনা করা হবে। তোমার বাবা-মা/অভিভাবক তোমার প্রশ্নটি বুঝতে না পারলে নিচের ঘরের লেখাটি দেখাও।


প্রিয় বাবা-মা/অভিভাবক,

আপনার সন্তান বা পোষ্য “প্রতিবেশী কে” এ সম্পর্কে যদি জানতে চায়

তাহলে আপনার ধারণা তাকে জানান। 

Content added By