পৌরনীতি ও সুশাসন ২য় পত্র

একাদশ- দ্বাদশ শ্রেণি || কুমিল্লা বোর্ড || 2016

পৌরনীতি ও সুশাসন
  • (১)

    বিশ্বের বৃহৎ মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া ছিল ডাচ উপনিবেশ। এ উপনিবেশিক শাসন থেকে মুক্তি পাওয়ার জন্যে এবং নিজেদের দাবি-দাওয়া আদায়ের জন্যে ইন্দোনেশিয়ার জনগণ সকল জাতি-গোষ্ঠীর সমন্বয়ে একটি রাজনৈতিক দল গঠন করে। কিন্তু দলটি প্রতিষ্ঠিত হয়ে একপেশে নীতি বিশেষ করে খ্রিস্টানদের বঞ্চিত করার নীতি গ্রহণ করে। ফলে ইন্দোনেশিয়ার পূর্ব-তিমুরের খ্রিস্টানরা পৃথক একটি রাজনৈতিক দল গঠন করে। কেননা তারা মনে করে প্রথম রাজনৈতিক দলটি দ্বারা তাদের দাবি-দাওয়া পূরণ সম্ভব হবে না।

    • (ক) বঙ্গভঙ্গের সমর্থনে মুসলমানদের সংঘটিত করেন কে?
      Please wait...
    • (খ) দ্বি-জাতিতত্ত্ব বলতে কী বুঝ?
      Please wait...
    • (গ) উদ্দীপকে খ্রিস্টানদের রাজনৈতিক দল গঠনের সাথে ব্রিটিশ ভারতের কোন রাজনৈতিক দল গঠনের সাদৃশ্য রয়েছে— ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) পাকিস্তান রাষ্ট্র সৃষ্টিতে উক্ত রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা কর।
      Please wait...
  • (২)

    আধুনিক গণতান্ত্রিক বিশ্বে জর্জ ওয়াশিংটন প্রভা, বাগ্মীতা, দূরদৃষ্টি ইত্যাদি কারণে চিরস্মরণীয়। উপনিবেশিক শাসনের বিরুদ্ধে নিজ দেশের স্বাধীনতা প্রতিষ্ঠায় তার অবদান অপরিসীম। এ কারণে জাতি তার কাছে চিরঋণী। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের তেমনি এক নেতার অবদান চিরস্মরণীয়।

    • (ক) কোন নেতার নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়?
      Please wait...
    • (গ) উদ্দীপকের নেতার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নেতার সাদৃশ্য রয়েছে— ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) উক্ত নেতার বলিষ্ঠ ও আপসহীন নেতৃত্বে বাংলাদেশে স্বাধীনতা লাভ করেছিল উত্তরের সপক্ষে যুক্তি দাও।
      Please wait...
  • (৩)
    • (ক) কোন ভারতীয় কাউন্সিল আইনকে মর্লি মিন্টো সংস্কার আইন বলা হয়?
      Please wait...
    • (খ) মজলুম জননেতা বলা হয় কাকে এবং কেন?
      Please wait...
    • (গ) উপরে প্রদর্শিত ছকে ব্রিটিশ সরকারের কোন পরিকল্পনা ফুটে উঠেছে? তার প্রেক্ষাপট বর্ণনা কর।
      Please wait...
    • (ঘ) উক্ত পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল বিশ্লেষণ কর।
      Please wait...
  • (৪)

    তিউনিশিয়ার জনগণ দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতায় আঁকড়ে থাকা প্রেসিডেন্ট জাইন আল আবেদিন বেন আলির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে। ফলে জনগণের ওপর সরকারের নির্যাতন বেড়ে যায়। আরব বসন্ত নামে পরিচিত এ আন্দোলন একপর্যায়ে গণঅভ্যুত্থানে রূপ নেয় ।

    • (ক) কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়?
      Please wait...
    • (খ) বাঙালির ম্যাগনাকার্টা বলা হয় কোন কর্মসূচিকে এবং কেন?
      Please wait...
    • (গ) উদ্দীপকের আন্দোলনের সাথে পাকিস্তানের কোন আন্দোলনের সাদৃশ্য রয়েছে— ব্যাখ্যা কর ।
      Please wait...
    • (ঘ) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উক্ত আন্দোলনের তাৎপর্য বর্ণনা কর ।
      Please wait...
  • (৫)

    রাফিন তার বাবার সাথে টেলিভিশনে বাজেট অধিবেশন দেখছিল। বাজেট আলোচনায় সংসদ সদস্যগণ অর্থমন্ত্রী মহোদয়কে বিভিন্ন প্রশ্ন করছিলেন। তিনি সব প্রশ্নের জবাব দিচ্ছিলেন। রাফিন তার বাবাকে জিজ্ঞেস করল, অর্থমন্ত্রী কি সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য? বাবা বললেন, মন্ত্রী মহোদয় উত্তর প্রদান করে সংসদীয় কর্তৃত্বকে স্বীকার করেছেন।

    • (ক) সংসদ অধিবেশন আহ্বান করেন কে?
      Please wait...
    • (খ) পঞ্চদশ সংশোধনীর পর জাতীয় সংসদের গঠন বর্ণনা কর।
      Please wait...
    • (গ) উদ্দীপকে সংসদের কোন কার্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) উদ্দীপকে উল্লিখিত কার্যটি ছাড়া সংসদ আর কী কী কাজ করতে পারে আলোচনা কর।
      Please wait...
  • (৭)

    মরিয়ম বেগম হারবাং আমে বাস করে। গ্রামে কয়েকজন দুঃস্থ মহিলাকে নিয়ে একটি কুটির শিল্প গড়ে তোলে। ি অল্পদিনের মধ্যেই তারা অর্থ সংকটে পড়ে। তাদের কিছু মালামালও চুরি যায়। তখন তারা বেশ হতাশ হয়ে পড়ে। ঐ সময় তাদের এলাকার একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান তাদের বেশ সহযোগিতা করে। ফলে তাদের প্রতিষ্ঠানটি এখন অনেক বড় হয়েছে।

    • (ক) বর্তমানে বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্য কয়টি?
      Please wait...
    • (খ) পৌরসভার গঠন বর্ণনা কর।
      Please wait...
    • (গ) উদ্দীপকে যে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার কথা বল হয়েছে তার কার্যাবলি সংক্ষেপে লিখ।
      Please wait...
    • (ঘ) তুমি কি মনে কর, উক্ত সংস্থা গ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে। ব্যাখ্যা কর।
      Please wait...
  • (৮)

    সাম্প্রতিককালে আঞ্চলিক রাষ্ট্রসমূহের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রবণতা লক্ষ্যণীয়। দক্ষিণ এশিয়া অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে আনুষ্ঠানিকভাবে গঠিত হয় একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। আন্ত-রাষ্ট্রিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিসহ বহুবিধ সহযোগিতা গড়ে তোলার লক্ষ্য এ সংস্থাটি নির্ধারন করে। অবশ্য বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সংস্থাটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে।

    • (ক) কমনওয়েলথ কী?
      Please wait...
    • (খ) জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কীভাবে গঠিত হয়।
      Please wait...
    • (গ) উদ্দীপকে উল্লিখিত সংস্থাটির নাম কী? এ সংস্থাটির লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর।
      Please wait...
    • (ঘ) উক্ত সংস্থা গঠনে বাংলাদেশের ভূমিকা আলোচনা কর।।
      Please wait...
  • (৯)

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র সৌরভের চোখে আলো নেই। তাতে কী? থেমে থাকেনি তার পথ চলা। কিন্তু এ পথ পাড়ি দিতে তাকে অনেক কষ্ট করতে হয়েছে। এই তো সেদিনের কথা গত বছর স্নাতক পরীক্ষা দেয়ার সময় শ্রুতলেখন পাচ্ছিল না। শেষে তার কয়েক বন্ধুর সহায়তায় একজন শ্রুতলেখক পেয়ে যায়।

    • (ক) HIV-এর পূর্ণরূপ কী?
      Please wait...
    • (খ) জলবায়ু পরিবর্তন বলতে কী বুঝ?
      Please wait...
    • (গ) উদ্দীপকে সৌরভ কোন ধরনের প্রতিবন্ধী। তাদের সমস্যাগুলো ব্যাখ্যা কর
      Please wait...
    • (ঘ) উদ্দীপকে সৌরভের মতো জনগোষ্ঠীর সমস্যা সমাধানের উপায়গুলো আলোচনা কর।
      Please wait...

Promotion