সেই অস্ত্র (আহসান হাবীব)

একাদশ- দ্বাদশ শ্রেণি - বাংলা - সাহিত্যপাঠ | NCTB BOOK
1.5k
Summary

কবিতাটিতে কবি শান্তির অস্ত্র, যা হচ্ছে ভালোবাসা, তাদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

  • এই অস্ত্রের শক্তি মানব সভ্যতাকে অক্ষুন্ন রাখে।
  • যদি এই অস্ত্র উত্তোলিত হয়, তাহলে পৃথিবীর সব অস্ত্র অক্ষম হয়ে যাবে।
  • ভালোবাসার অস্ত্র সংঘাত, ক্ষতি এবং নৈরাজ্যকে দূর করে।
  • এটি ঘৃণা, বিদ্বেষ, অহংকার এবং জাত্যাভিমানকে পরাজিত করতে সক্ষম।
  • কবি মানুষের মননে এই অস্ত্রের বিস্তার কামনা করেন।

আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও

সভ্যতার সেই প্রতিশ্রুতি

সেই অমোঘ অনন্য অস্ত্র

আমাকে ফিরিয়ে দাও ।

সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও

যে অস্ত্র উত্তোলিত হলে

পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত

যে অস্ত্র উত্তোলিত হলে

অরণ্য হবে আরও সবুজ

নদী আরও কল্লোলিত

পাখিরা নীড়ে ঘুমোবে ।

যে অস্ত্র উত্তোলিত হলে

ফসলের মাঠে আগুন জ্বলবে না

খাঁ খাঁ করবে না গৃহস্থালি ।

সেই অস্ত্র আমাকের ফিরিয়ে দাও

যে অস্ত্র ব্যাপ্ত হলে

নক্ষত্রখচিত আকাশ থেকে আগুন ঝরবে না।

মানব বসতির বুকে

মুহূর্তের অগ্ন্যুৎপাত

লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু-বিকৃত

আমাদের চেতনা জুড়ে তারা করবে না আর্তনাদ

সেই অস্ত্র যে অস্ত্র উত্তোলিত হলে

বার বার বিধ্বস্ত হবে না ট্রয়নগরী ।

আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী

যে ঘৃণা বিদ্বেষ অহংকার

এবং জাত্যভিমানকে করে বার বার পরাজিত ।

যে অস্ত্র আধিপত্যের লোভকে করে নিশ্চিহ্ন

যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না

করে সমাবিষ্ট

সেই অমোঘ অস্ত্র-ভালোবাসা

পৃথিবীতে ব্যাপ্ত করো ।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

অরণ্য হবে আরো হলুদ
নদী আরো কল্লোলিত
পাখিরা নীড়ে ঘুমোবে
ফসলের মাঠে আগুণ জ্বলবে না
হৃদয়বিদারী অস্ত্র
প্রণঘাতী অস্ত্র
মানবিকতার অস্ত্র
ভালোবাসার অস্ত্র
পৃথিবীর যাবতীয় অস্ত্র
মুহূর্তের অগ্ন্যুৎপাত
আধিপত্যের লোভ
জাত্যভিমান
মূল্যবোধ
সংগ্রাম
পরিশ্রম
ভালোবাসা
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...