মদিনা সনদ- Medina charter

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK
1.8k
Summary

৬২২ খ্রিষ্টাব্দের ২৪শে সেপ্টেম্বর, হযরত মুহাম্মাদ (সাঃ) মদিনা নগরীতে হিজরত করেন। সেখানে বসবাসরত বানু আউস এবং বানু খাযরাজ সম্প্রদায়ের মধ্যে গোষ্ঠীগত হিংসা ও কলহ ছিল। ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, নবী মুহাম্মাদ (সাঃ) ৪৭ ধারার একটি সনদ প্রণয়ন করেন, যা ইতিহাসে মদিনার সনদ নামে পরিচিত। এটি পৃথিবীর প্রথম লিখিত সনদ বা সংবিধান।

৬২২ খ্রিষ্টাব্দের ২৪শে সেপ্টেম্বর হযরত মুহাম্মাদ (সাঃ) মদিনা নগরীতে হিজরত করেন। এসময় সেখানে বসবাসরত বানু আউস এবং বানু খাযরাজ সম্প্রদায় দ্রুতির মধ্যে ছিল। গোষ্ঠীগত হিংসা-বিদ্বেষ, তারা কলহে লিপ্ত ছিল। এ দুটি সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব সম্প্রীতি স্থাপন ও মদিনায় বসবাসরত সকল গোত্রের মধ্যে সুশাসন ও শান্তি প্রতিষ্ঠ লক্ষ্যে ইসলামের নবী মুহাম্মাদ (সাঃ) ৪৭ ধারার একটি সনদ বা সংবিধান প্রণয়ন করেন। | যা ইতিহাসে মদিনার সনদ (Medina charter) নামে পরিচিত। এটিই পৃথিবীর প্রথম লিখিত সনদ বা সংবিধান।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...