ফ্রান্স

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK
1.1k

ফ্রান্স ভূ-রাজনৈতিক কৌশলে থাকার অন্যতম কারন হলো এর দক্ষিণে ভূ-মধ্যসাগর এবং পশ্চিমে | আটলান্টিক মহাসাগর অবস্থিত। ১৭৮৯ সালে ফরাসী বিপ্লবের মাধ্যমে দেশটিতে প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয়। উল্লেখ্য যে নেপোলিয়নের (১৮০৪-১৮১৫) সময়কে বলা হয় ফ্রান্সের স্বর্ণযুগ কারণ এই সময় ইতালি, জার্মানী, এবং স্পেনসহ ইউরোপের মূল ভূ- খণ্ডের অধিকাংশ ফ্রান্সের সাম্রাজ্যভুক্ত হয়ে ছিল।

  • রাষ্ট্রীয় নামঃ The French Republic
  • রাজধানীঃ প্যারিস
  • ভাষাঃ ফ্রেঞ্চ
  • মুদ্রাঃ  ইউরো

জেনে নিই

  • ফ্রাঙ্ক জাতির নাম অনুসারে ফ্রান্সের নামকরণ করা হয়
  • ফ্রান্স এর সরকার পদ্ধতি আধা রাষ্ট্রপতি শাসিত।
  • ফ্রান্সের জাতীয় খেলার নাম- বৌলস।
  • ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষ ব্যাপী যুদ্ধের স্থায়ী কাল (১৩৩৮-১৪৫৩) সাল পর্যন্ত।
  • ফ্রান্সের লৌহমানবী বলা হয় মিসেল আলিওমারিকে।
  • ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেন চার্লস ডি গ্যালে।
  • ফ্রান্স প্রজাতন্ত্র ঘোষণা করে ১৭৯২ সালে।
  • ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতন হয়- যা ফরাসী বপ্লবের মাইলস্টোন।
Content added By
Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

নেপােলিয়ন।
চতুর্দশ লুই
ষােড়শ লুই
অষ্টাদশ লুই
ক্রেস্তভস্কি স্টেডিয়াম, সেন্ট পিটার্সবার্গ
লুঝনিকি স্টেডিয়াম, মস্কো
কাজান এরিনা, কানাজ
ফিস্ত অলিম্পিক স্টেডিয়াম, সোঠ
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...