Summary
এশিয়া মহাদেশে ৪৪টি স্বাধীন দেশ রয়েছে, যা বিভিন্ন অঞ্চলে বিভক্ত:
- দক্ষিণ এশিয়া (৮টি দেশ):
- পাকিস্তান
- ভারত
- ভুটান
- বাংলাদেশ
- শ্রীলংকা
- নেপাল
- মালদ্বীপ
- আফগানিস্তান
- দক্ষিণ-পূর্ব এশিয়া (১১টি দেশ):
- মালয়েশিয়া
- পূর্ব তিমুর
- ব্রুনাই
- ইন্দোনেশিয়া
- মায়ানমার
- ভিয়েতনাম
- থাইল্যান্ড
- কম্বোডিয়া
- সিঙ্গাপুর
- লাওস
- ফিলিপাইন
- উত্তর পশ্চিম এশিয়া/মধ্যপ্রাচ্য (১৪টি দেশ):
- ইরাক
- ইরান
- কুয়েত
- ইয়েমেন
- সিরিয়া
- ইসরাইল
- জর্ডান
- কাতার
- বাহরাইন
- ওমান
- সৌদি আরব
- তুরষ্ক
- সংযুক্ত আরব আমিরাত
- লেবানন
- দূর প্রাচ্য (৫টি দেশ):
- চীন
- উত্তর কোরিয়া
- দক্ষিণ কোরিয়া
- জাপান
- মঙ্গোলিয়া
- মধ্য এশিয়া (৬টি দেশ):
- উজবেকিস্তান
- আজারবাইজান
- তুর্কমেনিস্তান
- তাজিকিস্তান
- কাজাখস্তান
- কিরগিজিস্তান
ফিলিস্তিনের স্বাধীনতা না থাকলেও, এটি মধ্যপ্রাচ্যের অংশ।
এশিয়া মহাদেশের অঞ্চল ভিত্তিক ৪৪টি স্বাধীন দেশ
দক্ষিণ এশিয়ার ৮ টি দেশঃ
- পাকিস্তান
- ভারত
- ভুটান
- বাংলাদেশ
- শ্রীলংকা
- নেপাল
- মালদ্বীপ
- আফগানিস্তান
দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১ টি দেশঃ
- মালয়েশিয়া
- পূর্ব তিমুর
- ব্রুনাই
- ইন্দোনেশিয়া
- মায়ানমার
- ভিয়েতনাম
- থাইল্যান্ড
- কম্বোডিয়া
- সিঙ্গাপুর
- লাওস
- ফিলিপাইন
উত্তর পশ্চিম এশিয়ার/ মধ্যপ্রাচ্যের ১৪ টি দেশঃ
- ইরাক
- ইরান
- কুয়েত
- ইয়েমেন
- সিরিয়া
- ইসরাইল
- জর্ডান
- কাতার
- বাইরাইন
- ওমান
- সৌদি আরব
- তুরষ্ক
- সং: আ: আমিরাত
- লেবানন
দূর প্রাচ্যের ৫ টি দেশঃ
- চীন
- উত্তর কোরিয়া
- দক্ষিন কোরিয়া
- জাপান
- মঙ্গোলিয়া
মধ্য এশিয়ার ৬ টি দেশঃ
- উজবেকিস্তান
- আজারবাইজান
- তুর্কমেনিস্তান
- তাজিকিস্তান
- কাজাখস্তান
- কিরগিজিস্তান
- ফিলিস্তিনের স্বাধীনতা না থাকলেও ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের অংশ
দক্ষিণ এশিয়া হল এশিয়ার দক্ষিণাঞ্চল, বর্তমানে এই অঞ্চলটি আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ নিয়ে গঠিত। ভৌগোলিকভাবে, এটি ভারতীয় প্লেটে অবস্থিত এবং এর দক্ষিণে ভারত মহাসাগর এবং উত্তরে হিমালয়, কারাকোরাম ও পামির পর্বত । দক্ষিণ এশিয়া নামটি মূলত ব্রিটিশ রাজ্যের প্রশাসনিক সীমানা থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত। ১৮৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যের মূল অঞ্চল ছিল এই দক্ষিণ এশিয়া।
দক্ষিণ-পূর্ব এশিয়া প্রধানত দুইটি ভৌগোলিক অঞ্চলের সমষ্টি, এখানে বর্তমানে ১১টি রাষ্ট্র বিদ্যমান থাকলেও আঞ্চতি জোট আসিয়ান (১৯৯৭) এর সদস্য পূর্ব তিমুর বাদে বাকি ১০ দেশ। মূল ভূখণ্ড অংশটি ইন্দোচীন উপদ্বীপ নামে পরিচিত এবং এখানে কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম অবস্থিত। সামুদ্রিক দক্ষিণ-পূর্ব এশিয়া ব্রুনাই, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন দ্বীপপুঞ্জ এবং সিঙ্গাপুর নিয়ে গঠিত। এখানে মূলত অস্ট্রোনেশীয় জাতির লোকেরা বাস করে। দক্ষিণ পূর্ব এশিয়ায় মূলত তিন ধর্মের মানুষ বসবাস করে। তথা: (১) বৌদ্ধ ধর্ম: মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম (২) ইসলাম ধর্ম। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই (৩) খ্রিস্টান ধর্ম ফিলিপাইন এবং পূর্ব তিমুর। ব্যতিক্রম ইন্দোনেশিয়ার বালি দ্বীপে কিছু অঞ্চলে হিন্দু ধর্মের মানুষও বসবাস করে।
এশিয়া মহাদেশের বিশাল ভূ-বেষ্টিত (Land Locked) অঞ্চল মধ্য এশিয়া। ঐতিহাসিকভাবে অঞ্চলটি যাযাবর জাতি ও চীনের সিল্ক রোডের সাথে সম্পর্কিত। মধ্য এশিয়ার কাজাখস্তান ও আর্মেনিয়া সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল । ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে গেলে কাজাখস্তান ও আর্মেনিয়া স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয়। মধ্য এশিয়া (০৬টি দেশ) এশিয়া মহাদেশের বিশাল ভূ-বেষ্টিত (Land Locked) অঞ্চল মধ্য এশিয়া। মধ্য এশিয়ার দেশগুলো এক সময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।
উপনিবেশ
মধ্য এশিয়ার সবদেশ ব্রিটেনের উপনিবেশ ছিল। স্বাধীনতা পায় সোভিয়েত ইউনিয়নের নিকট থেকে।
নাগার্নো-কারাবাখ
আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে বিবদমান ছিটমহল। আজারবাইজান মূলত ককেশীয় অঞ্চলের দেশ। এটিকে কেউ ইউরোপ আবার কেউ এশিয়ার দেশ মনে করে। এজন্য একত্রে ইউরেশিয়ান দেশ বলা হয়।
সমরখন্দ
উজবেকিস্তানের ঐতিহাসিক নগরী। সম্রাট বাবর এখানে জন্মগ্রহণ করেন।
টিউলিপ বিপ্লব
২০০৫ সালে কিরগিস্তানের সংসদ নির্বাচনে প্রেসিডেন্ট অ্যাকায়েডের কর্তৃত্ববাদ ও দুর্নীতির ফলে এই বিপ্লব আরম্ভ হয়। এই বিপ্লবের ফলে প্রেসিডেন্ট এসকার অ্যাকায়েড পদত্যাগ করেন।
জেনে নিই
- কিরগিস্তানে অবস্থিত রাশিয়ার বিমানঘাঁটি- কান্ট।
- সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায়- ১৯৯১ সালে।
- যুক্তরাষ্ট্রের মানাস বিমানঘাঁটি- কিরগিস্তানে।
- সোভিয়েত ভেঙ্গে নতুন প্রজাতন্ত্র হয়- ১৫টি।
- মধ্য এশিয়ার যে দুটি দেশ কাস্পিয়ান সাগরের তীরে আজারবাইজান ও তুর্কমেনিস্তান ।
- আয়তনে সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র- কাজাখস্তান ।
- শিরদরিয়া নদীটি অবস্থিত- কাজাখস্তানে।
- The Land of Fire নামে পরিচিত- আজারবাইজান।
- মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান CIS এর সদস্য না।
- " Father of Apple tree” বলা হয়।
- মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম- কাজাখাস্তান।
Read more