- বাংলাদেশ CTBT অনুমোদন ৮ মার্চ, ২০০০ সালে ২৮ তম দেশ হিসেবে।
- ১২৯ তম দেশ হিসাবে CTBT চুক্তি অনুমোদন করে।
- ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৭২ সালের ১৯ মার্চ।
- বহুল আলোচিত 'টিকফা' চুক্তির বিষয় বাণিজ্য ও বিনিয়োগ।
- Extradition Treaty হল অপরাধী প্রত্যর্পণ চুক্তি।
- ১৯৭৩ চুক্তি অনুযায়ী বেরুবাড়ির বদলে ভারত থেকে পাবার কথা তিন বিঘা কড়িডর।
- ১৯৭৬ সালে ফারাক্কা লং মার্চ পরিচালিত হয় মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে।
- বাংলাদেশ-ভারত পানিচুক্তি (গঙ্গার পানিবন্টন চুক্তি) স্বাক্ষরিত হয় ১২ ডিসেম্বর, ১৯৯৬ সালে।
- এখন পর্যন্ত ফারাক্কার উপর চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৫ টি।
- ভারতের সঙ্গে বাংলাদেশে পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় নয়াদিল্লী।
- বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি আইনে ভারতের রাষ্ট্রপতি স্বাক্ষর করে ২৮ মে ২০১৫ সালে।
- ভারত-বাংলাদেশ সীমানা চিহ্নিতকরণে মুজিব ইন্দিরা চুক্তি সম্পাদিত হয় ১৬ মে, ১৯৭৪ সালে।
- ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত ১৬.৫ কিলোমিটার ।
- বাংলাদেশের কোন নদীর উজানে ভারত ফারাক্কা বাঁধ নির্মান করেছে পদ্মা নদী
- বাংলাদেশ 'হানা' (হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স নিডস আসেসমেন্ট) চুক্তি স্বাক্ষর করে ১৯৯৮।
Content added By
# বহুনির্বাচনী প্রশ্ন
তিস্তার পানি প্রত্যাহার চুক্তি
কুশিয়ারা পানি প্রত্যাহার চুক্তি
সুরমার পানি প্রত্যাহার চুক্তি
সাংগুর পানি প্রত্যাহার চুক্তি
অসলো চুক্তি
প্যারিস চুক্তি
টেম্পল মাউন্ট চুক্তি
ক্যাম্প ডেভিড চুক্তি
ভারত
ভুটান
রাশিয়া
নেপাল
কোনটিই নয়
ক, খ এর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করতে পারবে
খ, ক এর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করতে পারবে
খ-কে চুক্তির ক্রয়মূল্য পরিশোধে বাধ্য করা যাবে
খ-কে চুক্তির ক্রয়মূল্য পরিশোধে বাধ্য করা যাবে না
২৮ মার্চ ২০১১
২৯ এপ্রিল ২০১১
২৮ মে ২০১১
২৮ জুন ২০১১