Edit Question

Please correct the error and update
To edit a question please, login first. click here to login
Des : 1

উৎক্রম তাপমাত্রা শীতল সংযোগের তাপমাত্রার উপর নির্ভর করে না।

ব্যাখ্যা:

কোন তাপ-যুগলের জন্য নিচের মন্তব্যগুলো সঠিক:

  • কোন একটি নির্দিষ্ট তাপ-যুগল সেটের জন্য নিরপেক্ষ তাপমাত্রা স্থির থাকে।
  • নিরপেক্ষ তাপমাত্রা শীতল সংযোগের তাপমাত্রার উপর নির্ভর করে না।
  • নিরপেক্ষ তাপমাত্রা সর্বোচ্চ তাপীয় তড়িৎচালক শক্তি (thermo-e.m.f) পাওয়া যায়।

কিন্তু, উৎক্রম তাপমাত্রা শীতল সংযোগের তাপমাত্রার উপর নির্ভর করে।

উৎক্রম তাপমাত্রা: যে তাপমাত্রায় তাপ-যুগলের তাপীয় তড়িৎচালক শক্তি (thermo-e.m.f) শূন্য হয়।

শীতল সংযোগের তাপমাত্রা পরিবর্তন হলে উৎক্রম তাপমাত্রাও পরিবর্তিত হয়। কারণ, উৎক্রম তাপমাত্রা নির্ভর করে তাপ-যুগলের দুটি ধাতুর তাপীয় তড়িৎচালক শক্তির (thermo-e.m.f) পার্থক্যের উপর। শীতল সংযোগের তাপমাত্রা পরিবর্তন হলে এই পার্থক্যও পরিবর্তিত হয়, এবং এর ফলে উৎক্রম তাপমাত্রাও পরিবর্তিত হয়।

সুতরাং, কোন তাপ-যুগলের জন্য নিচের মন্তব্যগুলোর মধ্যে "উৎক্রম তাপমাত্রা শীতল সংযোগের তাপমাত্রার উপর নির্ভর করে না" এই মন্তব্যটি ভুল।

Promotion
;