SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

50 mL সেমিমোলার H2SO4 ও 100 mL ডেসিমোলার NaOH মিশ্রিত করলে মিশ্রণটি অম্লীয় না ক্ষারীয় হবে? মিশ্রণটির মোলার ঘনমাত্রা নির্ণয় কর।

Created: 1 year ago | Updated: 1 year ago

50 mL 0.5M H2SO450 mL 1M HCl

100 mL 0.1M NaOH10 mL NaOH

50 mL সেমি মোলার H2SO4 ও  100 mL ডেসিমোলার NaOH মিশ্রিত করলে মিশ্রণটি অম্লীয় হবে।

অবশিষ্ট HCl এর পরিমাণ 50-10mL 1M HCl=40 mL 1M HCl

আমরা জানি,

V1S1=V2S2

40×1=150×S2

S2=0.2667 M

 

এখানে,

V1=40 mL

S1=1M

V2=100+50=150 mL

S2=?

অতএব মিশ্রণটির মোলার ঘনমাত্রা হবে 0.2667 M যা মূলত H+ আয়নের ঘনমাত্রা

1 year ago

রসায়ন

Please, contribute to add content.
Content

Related Question

View More

হাইড্রোজেন বিকিরণ বর্ণালির পাঁচটি সারির নামঃ 

  1. লাইমেন 
  2. বামার 
  3. প্যশ্চেন 
  4. ব্র্যাকেট 
  5. ফুনড্
1 year ago

বোরের পরমাণু মডেলের অনেক সফলতা থাকলেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে।

বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা গুলি নিম্নরূপঃ

১. বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুসমূহের বর্ণালী ব্যাখ্যা করতে পারে না।

২. বোরের পরমাণু মডেল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির পরিপন্থী।

৩. এ মডেল ইলেকট্রনের কণা ধর্ম ব্যাখ্যা করতে পারলেও তরঙ্গ ধর্ম ব্যাখ্যা করতে পারে না।

৪. এক শক্তিস্তর হতে অপর শক্তিস্তরে ইলেকট্রনের স্থানান্তর ঘটলে বোর পরমাণু মডেল অনুসারে বর্ণালীতে একটি করে রেখা সৃষ্টি হওয়ার কথা। কিন্তু পরবর্তীতে গবেষণা করে দেখা গেছে প্রতিটি রেখা একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত। এর ব্যাখ্যা বোর মডেল দিতে পারেনা।

৫. বোরের পরমাণু মডেল হতে পরমাণুর ত্রিমাত্রিক কাঠামো সম্পর্কে কোন ধারণা পাওয়া যায় না।

বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা সত্ত্বেও এ মডেল পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে। 

এজন্য বোর পরমাণু মডেল সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

1 year ago

তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পশ্চার দিকে গমন করবে এবং কমালে সম্মুখ দিকে গমন করবে

সাম্যবস্থায় চাপ বৃদ্ধি করা হলে সম্মুখ দিকে গমন করবে এবং হ্রাস করা হলে পশ্চাৎমুখী হবে

1 year ago
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.