ভাব-সম্প্রসারণ লিখুন- 'শিক্ষাই জাতির মেরুদণ্ড'
মূলভাব: শিক্ষা জাতির অগ্রযাত্রার প্রধান ভিত্তি। কারণ শিক্ষাই মানুষের অন্তরকে আলোকিত করে, চিন্তাশক্তিকে জাগ্রত করে এবং তাকে মানবিক ও সঠিক পথে পরিচালিত করে।
সম্প্রসারিত ভাব: মেরুদণ্ড মানুষের শরীরকে সোজা ও স্থিতিশীল রাখতে যেমন অপরিহার্য, তেমনি শিক্ষা একটি জাতির মানসিক শক্তি ও অগ্রগতির মূলভিত্তি। মেরুদণ্ডহীন মানুষকে যেমন অন্যের উপর নির্ভর করে জীবনযাপন করতে হয়, শিক্ষাহীন জাতিকেও তেমনি অনুন্নত ও দুর্বল অবস্থায় অন্যের সহায়তার দিকে তাকিয়ে থাকতে হয়। জাতির সব উন্নতির প্রথম শর্ত হচ্ছে শিক্ষা। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত, সচেতন ও প্রগতিশীল। শিক্ষার আলো মানুষের মন থেকে অজ্ঞতা, কুসংস্কার, ভ্রান্ত ধারণা দূর করে সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করে। ঠিক যেমন সূর্যের আলো পৃথিবীর অন্ধকার দূর করে, তেমনি শিক্ষার আলো মানুষকে জ্ঞানের পথে উদ্বুদ্ধ করে তাকে আত্মমর্যাদাশীল ও শক্তিশালী করে তোলে।
মন্তব্য: একটি জাতিকে পৃথিবীতে মর্যাদার সঙ্গে টিকে থাকতে হলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কারণ শিক্ষাই জাতিকে শক্তিশালী, স্বনির্ভর ও উন্নত করে তোলে। তাই ব্যক্তি, সমাজ এবং জাতীয় উন্নয়নে শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য।
ধমের (কথা) কল বাতাসে নড়ে।
খাল কেট (সাপ) কুমির আনা
অশুদ্ধ- বিরটা গরু গছালের টহা
শুদ্ধ- গরু-গছালের বিরটা টহা
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?