Summary
Noun (বিশেষ্য): যে word দ্বারা কোন কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই noun বলে। যেমন: Man, Girl, Kamal, Badal, Rahim, Riya, Dhaka, Bangladesh, Kolkata, Delhi। Jhon Seely তাঁর Oxford A-Z of Grammar & Punctuation বইতে লেখেন, "Nouns are words used to identify people, places, things, and ideas."
Concrete Noun: যে Noun এর বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় তাকে Concrete Noun বলে। যেমন: boy, book ইত্যাদি।
Noun কে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা হয়:
- Proper Noun
- Common Noun
- Collective Noun
- Material Noun
- Abstract Noun
Noun (বিশেষ্য)
যে word দ্বারা কোন কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই noun বলে । আম
যেমনঃ Man, Girl, Kamal, Badal, Rahim, Riya,, Dhaka, Bangladesh, Kolkata, Delhi.
Jhon Seely তাঁর Oxford A-Z of Grammar & Punctuation বইতে লেখেন,
Nouns are words used to identify people, places, things, and ideas.
Concrete Noun: যে Noun এর বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় তাকে Concrete Noun বলে। যেমন: boy, book ইত্যাদি।
Noun কে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা হয়। যথা-
- Proper Noun
- Common Noun
- Collective Noun
- Material Noun
- Abstract Noun
# বহুনির্বাচনী প্রশ্ন
1. Proper Noun :
যেসকল noun দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বুঝায়, তাকে Proper Noun বলে। Proper Noun সবসময় Capital Letter দিয়ে শুরু হয়।
Example of proper noun: Bangladesh, Karim, Saturday, Dhaka, Tamim, The Padma, etc.
proper noun আরো কিছু সহজ উদহারণ দেখে নিন:
- দিনের নাম: Monday, Sunday, Saturday, etc
- স্থানের নাম: Canada, Cumilla, Dhaka, India, Japan, etc.
- ধর্মের নাম: Islam, Christian, Hinduism, Buddhism, etc.
- জাতির নাম: British, American, Greek, Indian, etc.
- প্রতিষ্ঠানের নাম: Oxford University, Dhaka University, Nike, Apple, Microsoft, etc.
- মানুষের নাম: Amir, Kabir, Shakil, Mustafizur, Muhammad, etc.
# বহুনির্বাচনী প্রশ্ন
Substitute each of the following sentences into one word.
Common Noun:
যে Noun দ্বারা একই শ্রেণির ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীর সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।
Example:
- I like the story of Shakespeare. (Shakespeare নির্দিষ্ট একজন ব্যক্তির নাম)
- They cut the tree. ( এখানে tree শব্দটি দ্বারা সকল প্রকার গাছকে বুঝানো হয়েছে)
- The Padma is a big river.(এখানে river শব্দটি দ্বারা সকল নদীকে বুঝানো হয়েছে)
# বহুনির্বাচনী প্রশ্ন
Substitute each of the following sentences into one word.
3. Collective Noun:
যে Noun দ্বারা এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায়, তাকে Collective Noun বলা হয়।
Example of Collective noun:
A band of musicians
Our class took a trip to Sundarbans.
A convoy of trucks
A flock of birds
Bangladeshi Army is doing a great job in UN mission.
Each team contains eleven players.
# বহুনির্বাচনী প্রশ্ন
Substitute each of the following sentences into one word.
যেসব noun কোনো পদার্থের সমুদয় অংশকে এককভাবে বোঝায় এবং তার অন্তর্গত কোনো খণ্ড বা অংশকে বোঝায় না তাদেরকে Material Noun বলে। এগুলোকে গণনা করা যায় না, অন্য কোনোভাবে পরিমাপ করা যায়। যেমন— diamond, gold. iron, wheat, salt, flour, milk, tea, coffee, water etc.
# বহুনির্বাচনী প্রশ্ন
Substitute each of the following sentences into one word.
যেসব noun অবস্থগত ধারণা বা গুণকে নির্দেশ করে, যাদের বাহ্যিক অস্তিত্ব নেই বা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় না অর্থাৎ যাদেরকে দেখা যায় না, যাদের গন্ধ নেয়া যায় না, যাদেরকে স্পর্শ করা যায় না বা যাদের স্বাদ নেয়া যায় না, কিন্তু শুধু কল্পনা দ্বারা বা অনুভব দ্বারা বোঝা যায়, তাদেরকে Abstract Noun বলে। যেমন- agency, childhood, fatherhood, friendship, girlhood, heroism, infancy, manhood, motherhood etc.
Abstract Noun চেনার উপায়: Noun-এর শেষে suffix যেমন— ness, ship, cy,age, hood, ty, tude, mony, ment ইত্যাদি থাকে।
# বহুনির্বাচনী প্রশ্ন
Substitute each of the following sentences into one word.
যেসব noun-এর সংখ্যা গণনা করা যায়, তাদেরকে Countable Noun বলে। Countable Noun এর Plural হয়। যেমন-book, city, stars etc.
# বহুনির্বাচনী প্রশ্ন
Substitute each of the following sentences into one word.
যেসব noun-এর সংখ্যা গণনা করা যায় না, অন্য কোনো উপায়ে পরিমাপ করা গেলেও যেতে পারে তাদেরকে Uncountable Noun বলে। Uncountable Noun এর Plural হয় না।যেমন-plural-water, honesty, air, news, physics etc.
# বহুনির্বাচনী প্রশ্ন
Substitute each of the following sentences into one word.
কতকগুলো noun-এর সাথে অন্যান্য noun বা অন্যান্য Parts of Speech যোগ হয়ে একটি noun বা noun phrase হিসেবে ব্যবহৃত হয়,এদেরকে Compound noun বলে। যেমন—
Noun+Noun= headmaster,bathroom,classroom
Noun+Verb-ing= housekeeping,thanksgiving etc.
# বহুনির্বাচনী প্রশ্ন
Substitute each of the following sentences into one word.
যে সকল শব্দ কোনো noun এর পূর্বে বসে noun এর পরিমাণ, সংখ্যা, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা ইত্যাদি প্রকাশ করে, তাকে Determiner বা নির্দেশক শব্দ বলে।
Determiner এর কোনো নির্দিষ্ট প্রকার নেই তবে, determiner কে তিনটি প্রধান ভাগ করা যেতে পারে:
Countable Determiners: A, An, One, Every, Both, Many, Those, These, Few, A few, The few, Very few, Fewer, Fewest, Many, Many of, A number of etc.
Uncountable Determiners: Little, A The little, Very little, Less, Least, Much, Much of,A bit, Amount of etc.
Mixed Determiners: All, Any, Some, Some of, More, Most, Most of, Rest of, A lot of, Lots of, None of, No, Possessive (your, his, her, their, its), A great deal of etc.