SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Job
On This Page

Present Perfect Tense

অতীতে সংঘটিত কোনো কাজের বর্তমান। প্রাসঙ্গিকতাই হচ্ছে Present Perfect Tense এ Tense দুই অর্থে ব্যবহৃত হয় :

1) কাজ অতীতে বা এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বা প্রাসঙ্গিকতা এখনও বিদ্যমান-

Just now he has had his dinner but he says he'll see you when he's finished.

Hints: এখানে hate অর্থ "খাওয়া"। যেমন- আমি সকালের নাস্তা খেয়েছি। have had breakfast. এখানে have-টি Auxiliary Verb আর had -টি মূল verb have-এর past participle, সুতরাং সে এইমাত্র খাবার খেয়েছে- Just now he has had his dinner.

(2) কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলছে এরূপ বোঝাতে –

I have been here since Monday.

Hints: বাক্যটির অর্থ আমি সোমবার থেকে এখানে আছি অর্থাৎ গত সোমবার থেকে এখানে আমার অবস্থান শুরু হয়েছে এবং এখনও চলছে।

Structure: Subject + have/has + v3 + ext.

>>>Present Perfect Tense - সুস্পষ্ট অতীতজ্ঞাপক শব্দ, যেমন Yesterday, ago, last ইত্যাদির উল্লেখ থাকতে পারবে না, যদি থাকে তাহলে বাক্যটিকে Past Indefinite করতে হবে। যেমন—

I received your letter yesterday.

Content added || updated By

Promotion