SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

Admission
রসায়ন - রসায়ন - দ্বিতীয় পত্র - কার্বনের sp2 সংকরণওইথিন বা ইথিলিন অণুর গঠন

 

একটি s অরবিটাল এবং দুটি p অরবিটাল সংমিশ্রিত হয়ে তিনটি সমশক্তিসম্পন্ন নতুন অরবিটাল উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে sp সংকরণ বা sp2 Hybridization বলে।

কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ

 

C(12) 1s2 2s2 2px1 2py1 2pz (সাধারণ অবস্থায়)।

C (0) – 182 1s1 2px1 2py1 2pz1 (উত্তেজিত অবস্থায়)

sp2 সংকর অরবিটাল তিনটি একই সমতলে অবস্থান করে এবং পরস্পরের সাথে 120° কোণে উৎপন্ন করে। sp2 সংকর অরবিটাল গঠনের পর প্রত্যেক কার্বনের একটি করে 2p2 অরবিটাল অসংকরিত বা বিশুদ্ধ অবস্থায় থাকে। প্রত্যেকটি sp সংকর অরবিটালে 33.3% S চরিত্র ও 66.7% p চরিত্র থাকে।

ইথিলিন (HC2 = CH2) অণু গঠনকালে কার্বন পরমাণুদ্বয়ের প্রত্যেকটির একটি করে sp2 সংকর অরবিটাল পরপর অধিক্রমণ করে একটি sp2 sp2 (C-C) সিগমা বন্ধন সৃষ্টি করে। পরে প্রতিটি কার্বন পরমাণুর অবশিষ্ট দুটি করে মোট চারটি sp2 সংকর অরবিটালের প্রতিটির সাথে একটি করে H পরমাণুর 1s অরবিটালের অধিক্রমণ দ্বারা চারটি sp2 – s (C – H) সিগমা বন্ধন সৃষ্টি হয়। অসংকরিত 2p2 অরবিটালের লোব দুটি সমতলের উপরে ও নীচে পরস্পর সমান্তরালভাবে অবস্থান করে এরা পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে কার্বন-কার্বন বন্ধন গঠন করে।

ইথিলিন অনুর অরবিটাল চিত্র।

ইথিলিন অনুর অরবিটাল চিত্র।

Content added || updated By
ইথিলিন বাণিজ্যিক পদ্ধতিতে অ্যাসিটোন ও অ্যাকোইল ক্লোরাইড প্রস্তুতে ব্যবহৃত হয়
বর্তমান ইথারের পরিবর্তে তরল ইথিলিন চেতনানাশক হিসেবে প্রচুর ব্যবহৃত হয়
কৃত্রিম উপায়ে কাঁচাফল যেমন- কলা, টমেটো পাকানোর কাজে ইথিলিন ব্যবহৃত হয়
ইথিলিন টেফলন নামক কৃত্রিম সুতা প্রস্তুত করতে ব্যবহার করা হয়
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.