তথ্য প্রযুক্তি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - ফাইবার অপটিক কমিউনিকেশন

অপটিক্যাল ফাইবার হচ্ছে কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি আবদ্ধ একটি মাধ্যম যার মধ্য দিয়ে আলো অনেক দূর পর্যন্ত পরিবহন করা যায় এবং আলোক শক্তির মাধ্যমে ডেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত transmit করা যায়। অপটিক্যাল ফাইবারের ভিতর আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। 

Content added By
কাঁচের গুড়া যা দিয়ে চশমা বানানো হয় ।
প্লাস্টিকের সূতা যা দিয়ে লেন্স বানানো হয়।
সরু কাঁচতন্তু যা আলোক রশ্মি বহনের কাজে ব্যবহার করা হয়।
প্লাস্টিকরে সূতা যা দিয়ে কম্পিউটার বানানো হয়।