SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী - উল্লেখযোগ্য চুক্তি
চুক্তির নামচুক্তি সম্পাদনের তারিখচুক্তিকারি দেশ
বন্ধুত্ব সহযোগিতা ও শান্তিবিষয়ক চুক্তি১৯ মার্চ ১৯৭২বাংলাদেশ - ভারত
১ম বাণিজ্য চুক্তি২৮ মার্চ ১৯৭২বাংলাদেশ-ভারত
অভ্যন্তরীণ নৌপথ অতিক্রম ও বাণিজ্য প্রটোকল১১ নভেম্বর ১৯৭২বাংলাদেশ- ভারত
সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি৩০ ডিসেম্বর ১৯৭২বাংলাদেশ-ভারত
স্থল সীমান্ত চুক্তি১৬ মে ১৯৭৪বাংলাদেশ-ভারত
বিমান পরিবহন চুক্তি৪ মে ১৯৭৮বাংলাদেশ ভারত
যৌথ অর্থনৈতিক কমিশন চুক্তি৭ অক্টোবর ১৯৮২বাংলাদেশ- ভারত
দ্বৈত কর পরিহার চুক্তি২৭ আগস্ট ১৯৯১বাংলাদেশ - ভারত
গঙ্গার পানিবণ্টন চুক্তি১২ ডিসেম্বর ১৯৯৬বাংলাদেশ - ভারত
মোটরযান যাত্রী পরিবহন চুক্তি১৭ জুন ১৯৯৯বাংলাদেশ- ভারত
ঢাকা-কলকাতা বাস সার্ভিস প্রটোকল১৭ জুন ১৯৯৯বাংলাদেশ - ভারত
মধ্যে ট্রেন চলাচল চুক্তি৪ জুলাই ২০০০বাংলাদেশ- ভারত
সংশোধিত ভ্রমণ ব্যবস্থা বিষয়ে চুক্তি২৩ মে ২০০১বাংলাদেশ - ভারত
যাত্রীবাহী রেল সার্ভিস চুক্তি১২ জুলাই ২০০১বাংলাদেশ - ভারত
ঢাকা-আগরতলা বাস সার্ভিসের প্রটোকল১০ জুলাই ২০০১বাংলাদেশ- ভারত
মাদকদ্রব্য দ্রব্যের অবৈধ পাচার রোধ চুক্তি২১ মার্চ ২০০৬বাংলাদেশ - ভারত
বিএসটিআই ও বিআইএসের মধ্যে সমঝোতা স্মারক৬ জুন ২০০৭বাংলাদেশ - ভারত
বেসামরিক বিমান পরিবহন বিষয়ক সমঝোতা স্মারক১৩ ফেব্রুয়ারি ২০০৮বাংলাদেশ- ভারত
দ্বিপক্ষীয় পুঁজি বিনিয়োগ উন্নয়ন ও সংরক্ষণ চুক্তি৯ ফেব্রুয়ারি ২০০৯বাংলাদেশ ভারত
অপরাধ বিষয়ে পরস্পরকে আইনি সহায়তা প্রদানের চুক্তি১১ জানুয়ারি ২০১০বাংলাদেশ- ভারত
সাজাপ্রাপ্ত বন্দিবিনিময় চুক্তি১১ জানুয়ারি ২০১০বাংলাদেশ - ভারত
বিদ্যুৎ খাতে সহযোগিতার সমঝোতা স্মারক১১ জানুয়ারি ২০১০বাংলাদেশ ভারত
সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি১১ জানুয়ারি ২০১০বাংলাদেশ - ভারত
১০০ কোটি ডলার ঋণচুক্তি৭ আগস্ট ২০১০বাংলাদেশ ভারত
সীমান্ত হাট চুক্তি২৩ অক্টোবর ২০১০বাংলাদেশ ভারত
পার্বত্য শান্তি চুক্তি২ ডিসেম্বর ১৯৯৭বাংলাদেশ জনসংহতি সমিতির
স্থলমাইন চুক্তি১২ নভেম্বর ১৯৯৮বাংলাদেশ-মায়ানমার
বাংলাদেশ-সিংগাপুর বাণিজ্য সহযোগিতা চুক্তি৩০ আগষ্ট ২০০০বাংলাদেশ-সিংগাপুর
আসামি প্রত্যার্পণ চুক্তি৯ জুলাই ১৯৯৮বাংলাদেশ-থাইল্যান্ড
ত্রিদেশীয় দিল্লী চুক্তি১৯৭৪ র ৯ এপ্রিলবাংলাদেশ, ভারত এবং পাকিস্তান
সিমলা শান্তি চুক্তি২ জুলাই ১৯৭১ভারত পাকিস্তান
রূপপুরে পারমাণবিক বিদ্যুত কেন্দ্র চুক্তি২ ফেব্রুয়ারি ২০১১বাংলাদেশ রাশিয়া
রূপপুরের স্পেষ্ট ফুয়েল চুক্তি৩১ আগস্ট ২০১৭বাংলাদেশ - রাশিয়া
বাংলাদেশ-রাশিয়া ঋণ চুক্তি২৬ জুলাই ২০১৬বাংলাদেশ - রাশিয়া
আন্তঃরাষ্ট্রীয় কমিশন গঠনে চুক্তি০১ মার্চ ২০১৭বাংলাদেশ - রাশিয়া

দেশের স্বার্থে বিভিন্ন সময় বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করতে হয়। যে চুক্তি অর্থনৈতিক সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। এমন কিছু চুক্তি নিয়ে প্রশ্ন হতে পারে সাধারণ জ্ঞান অংশে।

১. প্রশ্ন : গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর : ১২ ডিসেম্বর ১৯৯৬।

২. প্রশ্ন : কত বছরের জন্য গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : ৩০ বছরের জন্য।

৩. প্রশ্ন : কোন দেশের সঙ্গে গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : ভারতের সঙ্গে।

৪. প্রশ্ন : গঙ্গা পানি চুক্তিতে কে কে স্বাক্ষর করেন?
উত্তর : বাংলাদেশের পক্ষে শেখ হাসিনা এবং ভারতের পক্ষে দেব গৌড়া।

৫. প্রশ্ন : পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর : ০২ ডিসেম্বর ১৯৯৭।

৬. প্রশ্ন : পার্বত্য শান্তি চুক্তিতে কে কে স্বাক্ষর করেন?
উত্তর : বাংলাদেশের পক্ষে আবুল হাসানাত আবদুল্লাহ এবং পার্বত্য চট্টগ্রামের পক্ষে সন্তু লারমা।

৭. প্রশ্ন : কোথায় বসে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে।

৮. প্রশ্ন : শান্তি বাহিনী আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় কবে?
উত্তর : ০৫ মার্চ ১৯৯৮।

৯. প্রশ্ন : শান্তি বাহিনী প্রথম কবে অস্ত্র সমর্পণ করে?
উত্তর : ১০ জানুয়ারি ১৯৯৮।

১০. প্রশ্ন : পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী আঞ্চলিক পরিষদের সদস্য সংখ্যা কত?
উত্তর : ২২ জন।

১১. প্রশ্ন : পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের পদমর্যাদা কী?
উত্তর : একজন প্রতিমন্ত্রীর সমান।

১২. প্রশ্ন : বাংলাদেশ-মায়ানমার স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর : ১২ নভেম্বর ১৯৯৮।

১৩. প্রশ্ন : বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর : ৪ জুলাই ২০০০।

১৪. প্রশ্ন : বাংলাদেশ-থাইল্যান্ড আসামি প্রত্যার্পণ চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর : ৯ জুলাই ১৯৯৮।

১৫. প্রশ্ন : ফারাক্কা বাঁধ চালু হয়–
উত্তর : ১৯৭৫ সালে।

১৬. প্রশ্ন : জাতিসংঘের কোন অধিবেশনে বাংলাদেশের পক্ষে ফারাক্কা ইস্যু উত্থাপন করা হয়?
উত্তর : ৩১তম অধিবেশনে।

১৭. প্রশ্ন : বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর : ৩০ আগস্ট ২০০০।

১৮. প্রশ্ন : বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি সাক্ষরিত হয় কবে?
উত্তর : ১৯ মার্চ ১৯৭২।

১৯. প্রশ্ন : বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি সাক্ষরিত হয় কত বছরের জন্য?
উত্তর : ২৫ বছরের জন্য।

২০. প্রশ্ন : বাংলদেশ স্থলমাইন চুক্তিতে স্বাক্ষর করে কবে?
উত্তর : ৮ মে ১৯৯৯।

Content added By
Content updated By
জেনেভা চুক্তি
প্যারিস চুক্তি
ক্যাম্প ডেভিড চুক্তি
তাসখন্দ চুক্তি
  • সর্বশেষ ফারাক্কা পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়- ১২ ডিসেম্বর, ১৯৯৬ সালে।
  • ফারাক্কা বাঁধ চালু হয় কবে- ১৯৭৫ সালে।
  • ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে - ১৬.৫ কিলোমিটার দূরে অবস্থিত।
  • ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় এলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক উন্নত হয় ।
  • ১৯৯৬ সালের ডিসেম্বর মাসে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী দেব গৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গার পানি বণ্টন চুক্তি সই করেন।
  • উল্লেখ্য যে, ৩০ বছর মেয়াদী এই চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালে ।
Content added By
  • বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি- ১৯৭৪ স্বাক্ষরিত হয় শেখ মুজিবুর রহমান ও ইন্দ্রীরা গান্ধীর মধ্যে।
  • ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি স্বাক্ষরিত হয় দিল্লীতে।
  • বিষয়বস্তুঃ দুই দেশের সীমান্তে কয়েক দশক ধরে চলা বিরোধপূর্ণ এলাকা ও ছিটমহল সমস্যা সমাধানের জন্য
  • কার্যকরঃ আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময় ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতের পর থেকে কার্যকর হয়।

Content added By

চুক্তিটি পার্বত্য চট্টগ্রামের উপজাতি ও আদিবাসীদের স্বতন্ত্র জাতিসত্তা এবং বিশেষ মর্যাদাকে স্বীকৃতি দেয় এবং পার্বত্য অঞ্চলের তিনটি জেলার স্থানীয় সরকার পরিষদের সমন্বয়ে একটি আঞ্চলিক পরিষদ প্রতিষ্ঠা করে।

  • পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয় ১৯৯৭ সালে।
  • পাহাড়ি জনগণের পক্ষে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষর করেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ।
  • উপজাতিদের প্রতিনিধি হিসেবে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন সন্তু লারমা।
  • শান্তি চুক্তি চূড়ান্ত হয় এবং আনুষ্ঠানিকভাবে ২ ডিসেম্বর ১৯৯৭ সালে স্বাক্ষরিত হয়।
Content added By
  • বাংলাদেশ CTBT অনুমোদন ৮ মার্চ, ২০০০ সালে ২৮ তম দেশ হিসেবে।
  • ১২৯ তম দেশ হিসাবে CTBT চুক্তি অনুমোদন করে।
  • ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৭২ সালের ১৯ মার্চ।
  • বহুল আলোচিত 'টিকফা' চুক্তির বিষয় বাণিজ্য ও বিনিয়োগ।
  • Extradition Treaty হল অপরাধী প্রত্যর্পণ চুক্তি।
  • ১৯৭৩ চুক্তি অনুযায়ী বেরুবাড়ির বদলে ভারত থেকে পাবার কথা তিন বিঘা কড়িডর।
  • ১৯৭৬ সালে ফারাক্কা লং মার্চ পরিচালিত হয় মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে।
  • বাংলাদেশ-ভারত পানিচুক্তি (গঙ্গার পানিবন্টন চুক্তি) স্বাক্ষরিত হয় ১২ ডিসেম্বর, ১৯৯৬ সালে।
  • এখন পর্যন্ত ফারাক্কার উপর চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৫ টি।
  • ভারতের সঙ্গে বাংলাদেশে পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় নয়াদিল্লী।
  • বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি আইনে ভারতের রাষ্ট্রপতি স্বাক্ষর করে ২৮ মে ২০১৫ সালে।
  • ভারত-বাংলাদেশ সীমানা চিহ্নিতকরণে মুজিব ইন্দিরা চুক্তি সম্পাদিত হয় ১৬ মে, ১৯৭৪ সালে।
  • ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত ১৬.৫ কিলোমিটার ।
  • বাংলাদেশের কোন নদীর উজানে ভারত ফারাক্কা বাঁধ নির্মান করেছে পদ্মা নদী
  • বাংলাদেশ 'হানা' (হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স নিডস আসেসমেন্ট) চুক্তি স্বাক্ষর করে ১৯৯৮।
Content added By
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.