বাংলা

All Written Question - (1883)

আমার ঘরে একটি দক্ষিণমুখী বাতায়ন আছে 

1 year ago

শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান।

1 year ago
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে । এ কারকে সপ্তমী অর্থৎ 'এ' , 'য়' , 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয় । যেমনঃ আমরা রোজ স্কুলে যায় । অধিকরণ কারক তিন প্রকার । যথাঃ ১. কালাধিকরণঃ যে অধিকরণে ক্রিয়ার কাল বোঝানো হয়, তাই কালাধিকরণ । ২. আধারাধিকরণ তিন ভাগে বিভক্তঃ ক. ঐকদেশীয় আধারাধিকরণ খ. বৈষয়িক আধারাধিকরণ গ. অভিব্যাপক আধারাধিকরণ ৩. ভাবাধিকরণঃ যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোন রূপ বা ভাবের অভিব্যাক্তি প্রকাশ করে, তাকে ভাবাধিকরণ বলে ।
1 year ago
বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে । সেই সঙ্গে সংস্কৃত উপসর্গও তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রুপে অর্থের সংকোচন সম্প্রসারণ করে থাকে। তৎসম উপসর্গ বিশটিঃ প্র, পরা, অপ, সম, নি, অনু, নির, দূর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, অধি, উপ, আ ।
1 year ago
উপমান অর্থ তুলনীয় বস্তু । প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান। উপমান ও উপমেয়ের একটি সাধারণ ধর্ম থাকবে । যেমনঃ ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ= ভ্রমরকৃষ্ণকেশ । এখানে ভ্রমর উপয়ান এবং কেশ উপমেয় । কৃষ্ণত্ব হলো সাধারণ ধর্ম । সাধারণ ধর্ম বাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয়, তাকে উপমান কর্মধারায় সমাস বলে । যথঃ তুষারের ন্যায় শুভ্র= তুষারশুভ্র ।
1 year ago