কম্পিউটার শিক্ষা

All Written Question - (103)

কম্পিউটার এর মূল মেমোরি সিলিকন চিপ দিয়ে তৈরি। তিন ভাগে বিভক্ত । যথা: প্রধান বা মুখ্য মেমোরি, সহায়ক বা গৌণ মমোরি এবং ক্যাশ মেমোরি বা প্রসেসর মেমোরি

1 year ago

কম্পিউটার ভাইরাস এ ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ (Self Executed), সংক্রমণ (Self Extracted), নিজস্ব সংখ্যাবৃদ্ধি (Self Replicated) করে। এই প্রোগ্রাম কিছু নির্দেশ বহন করে যা কম্পিউটারের সিপিইউ কর্তৃক গ্রহণ করে কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে। এই প্রোগ্রামের উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীকে বিড়ম্বনায় ফেলা। কম্পিউটারের পরিভাষায় ভাইরাস (Virus) শব্দটির পূর্ণরূপ হলো Vital Information Resources Under Seize অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্যগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। গবেষক ফ্রেডরিক কোহেন (Frederick Cohen) এই ভাইরাসের নামকরণ করেন। এটি একটি Software বা প্রোগ্রাম যা দ্বারা কম্পিউটারের অপারেটিং সিস্টেম ক্ষতিসাধন করে থাকে ।

9 months ago
  • কম্পিউটার হার্ডওয়্যার বা কম্পিউটার যন্ত্রাংশসামগ্রী হল কম্পিউটারের সেইসব অংশ যেগুলো স্পর্শ করা যায় ও দেখা যায় যেমন মনিটর, মাউস, কেসিং, মাদারবোর্ড, রম, সিডি, ডিভিডি, ইত্যাদি। কম্পিউটার যন্ত্রাংশসামগ্রীর বিভিন্ন প্রকার যন্ত্রাংশ দিয়ে একটি ব্যক্তিগত কম্পিউটার তৈরি হয়।
  • কম্পিউটার হার্ডওয়্যারকে দুই ভাগে ভাগ করা যায়।  

১। ইন্টারনাল হার্ডওয়্যার- মাদারবোর্ড, প্রসেসর, র‍্যাম, হার্ড ডিস্ক, ডিভিডি, কুলিং ফ্যান ইত্যাদি। 

২। এক্সটারনাল হার্ডওয়্যার- মাউস, কিবোর্ড, মনিটর, সাউন্ড বক্স, ইত্যাদি।

  • দুইটি সামাজিক যোগাযোগ মাধ্যমের নামঃ ১।ফেজবুক, ২।টুইটার  
1 year ago