'দশে মিলে করি কাজ' দশে কোন কারকে কোন বিভক্তি?
কতৃকারকে ৭মী
সম্প্রদান কারকে ৭মী
কতৃকার্রকে ২য়া
কতৃকাকে ৪র্থী
Description (বিবরণ) :
প্রশ্ন: 'দশে মিলে করি কাজ' দশে কোন কারকে কোন বিভক্তি?
ব্যাখ্যা:
বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা, ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই কর্তৃকারক। যেমন:- খোকা বই পড়ে। (কে পড়ে? খোকা - কর্তৃকারক)। মেয়েরা ফুল তোলে
Related Question
আদর্শ মাটিতে আয়তন অনুসারে কত ভাগ জৈব পদার্থ থাকে?
৩%
৪%
৫%
৭%
মাটি হলো ভূপৃষ্ঠের উপরিতলের নরম খনিজ এবং জৈব উপাদানের মিশ্রণ যা উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রাকৃতিক মাধ্যম হিসেবে কাজ করে। মাটি প্রধানতঃ ৪ টি প্রধান উপাদান সমন্বয়ে গঠিত। এগুলো নিচে উল্লিখিত হলোঃ
খনিজ পদার্থ ভূ-ত্বক প্রথমে শিলা দ্বারা গঠিত ছিল। পরে তা শিলা ক্ষয় প্রক্রিয়ায় ভেঙ্গে ছোট খন্ডে বা এককে রূপান্তরিত হয়। মাটির এই অংশ বালি, পলি ও কর্দম কণা দ্বারা গঠিত। শিলা ক্ষয় প্রক্রিয়ার ফলে উপরোক্ত কণা ও অত্যাবশ্যকীয় খাদ্যোপাদান যেমন- নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালশিয়াম এবং অন্যান্য পুষ্টি উপাদান মাটিতে মুক্ত হয়। মাটিতে খনিজের পরিমাণ হলো ৪৫%।
জৈব পদার্থ মাটিতে ১-২% জৈব পদার্থ থাকে তবে হিম অঞ্চলের মাটি ২-৫% জৈব পদার্থ ধারণ করে।
বি-৭৭ কিসের নাম?
বিমান
লেয়ার
কোয়েল
ব্রয়লার
ব্রয়লার হলো মুরগির মাংস উৎপাদনের জন্য এক বিশেষ ধরনের মুরগি যাদের দেহের ওজন ৩০ থেকে ৩৫ দিনে দেড় থেকে পৌনে দু’কেজি হয়। ঐ সময়ে এরা এক কেজি দেহের ওজনের জন্য মোটামুটিভাবে দেড় কেজি খাবার খাবে। এদের মাংস খুব নরম ও সুস্বাদু।ব্রয়লার জাতের নামঃ
বি-৭৭, হাইব্রো পিএন, হাববার্ড ক্লাসিক, কব ৫০০, হাইব্রো পিজি + আরবার একর ও ষ্টারব্রো, ইত্যাদি।
কোয়েলের বাচ্চাকে ৩য় সপ্তাহে কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা সরবরাহ করা হয়?
৩০ ডিগ্রী সে:
৩২ ডিগ্রী সে:
৩৫ ডিগ্রী সে:
২৮ ডিগ্রী সে:
কোয়েলের বাচ্চার বয়স ২১ দিন পর্যন্ত কৃত্রিম উত্তাপের মাধ্যমে ব্রডিং এর ব্যবস্থা করতে হয়। যে পদ্ধতিতেই তাপ দেয়া হোক না কেন তাপমাত্রার প্রয়োজনীয়তা একই রকম। প্রথম সপ্তাহে সাধারণত ৩৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা দিয়ে ব্রুডিং আরম্ভ করা হয় এবং এই তাপমাত্রা প্রতি সপ্তাহে পর্যায়ক্রমে প্রায় ৩.৫০সে কমিয়ে আনতে হবে। ২য় সপ্তাহে ৩২.২ সেঃ। ৩য় সপ্তাহে ২৯.৫ ডিগ্রী সেঃ । ৪র্থ সপ্তাহে ২৭.৬ ডিগ্রী সেঃ করা হয়।
ইন্ডিয়ান রানার কি?
একটি উন্নতমানের মুরগি
উন্নতমানের হাঁস
উন্নতমানের পাখি
উন্নতমানের মোরগ
ইন্ডিয়ান রানার এই জাতের হাঁসের উৎপত্তিস্থল ইন্ডিয়া। পরে বেলজিয়াম ও হল্যান্ড প্রসার লাভ করে। এই জাতের তিনটি উপজাত আছে। যাদের গাঁয়ের রঙ যতাক্রমে সাদা, ধুসর ও মিশ্রন রঙ্গের। তবে ইন্ডিয়ান রানারই বেশী প্রচলিত। এই জাতের হাঁস পালকের রঙ দুধের মতো সাদা।পায়ের রঙ হলদে কমলা। ঠোট কমলা হলুদের রঙের। দেহের ধরনঃ আটসাই। মাথাটা উপরের দিকে সোজা থাকে ও সম্প্রসারিত।ডিমের উদ্দেশ্য এই জাতের হাঁস পালন করা যায়। বার্ষিক ডিম উৎপাদন গড়ে ২৫০-২৭৫ টি। ওজনঃ প্রাপ্ত বয়স্কদের ওজন হাসা ১.০-১.৫ কেজী থেকে ২.৫ কেজী এবং হাসী ১.০.১.৫ কেজী হয়ে থাকে।
ইঁদুর দমনে সাহায্য করে কোন পাখি?
দোয়েল
শালিক
বাজপাখি
মাছরাঙ্গা
বাজপাখি ঈগলের মতো শিকারি হিংস্র পাখি। দিনের আলোতে শিকার করে। ধারালো নখ দিয়ে ইঁদুর, অন্যান্য পাখ-পাখালি, পোকা-মাকড়, মাছ ও কীট-পতঙ্গ শিকার করে খায়।