’নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে’- কোনটির?
অনুসর্গের
বিভক্তির
উপসর্গের
পদাশ্রিত অব্যয়ের
Description (বিবরণ) :
প্রশ্ন: ’নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে’- কোনটির?
ব্যাখ্যা: উপসর্গের নিজস্ব অর্থবাচকতা না থাকলেও তার অর্থদ্যোতকতা আছে। উপসর্গ অন্য কোন শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করতে পারে। যেমন, ‘আড়’ একটি উপসর্গ, যার নিজস্ব কোন অর্থ নেই। কিন্তু এটি যখন ‘চোখে’র আগে বসবে তখন একটি নতুন শব্দ ‘আড়চোখে’ তৈরি করে, যার অর্থ বাঁকা চোখে।
Related Question
’দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
দুল+অনা
দোল্+না
দোল্+অনা
দোলনা+অ
Description (বিবরণ) : √দুল+অনা = দোলনা
√খেল+অনা = খেলনা
’পথের পাঁচালী’ উপন্যাসের রচয়িতা-
প্যারীচাঁদ
বনফুল
সত্যজিৎ রায়
বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
Description (বিবরণ) : পথের পাঁচালী(১৯২৯) হলো প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। বাংলার গ্রামে দুই ভাইবোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস।
’তিনি বললেন যে, বইটা তার দরকার’ বাক্যটি কিসের উদাহরণ?
প্রত্যক্ষ উক্তির
কর্মবাচ্যের
কর্তৃবাচ্যের
পরোক্ষ উক্তির
চর্যাপদ এক প্রকার-
ছড়া
গল্প
গান
রম্যরচনা
Description (বিবরণ) : বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ একই সাথে গান ও কবিতা।
What is the synonym of 'adjourn'?
to run
to stop
to cry
to laugh
Description (বিবরণ) : Adjourn means to end something either temporarily or permanently or to stop or postpone it to another time or place.