' উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে?
শওকত ওসমান
জহির রায়হান
শহীদুল্লাহ কায়সার
রশীদ করিম
Description (বিবরণ) :
প্রশ্ন: ' উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে?
ব্যাখ্যা: রশীদ করিমের একটি অন্যতম উপন্যাস হলো 'উত্তম পুরুষ' । ১৯৬১ সালে প্রকাশিত এ উপন্যাসটি নগরজীবনের বৈশিষ্ট্য অবলম্বনে রচিত। তার অন্যান্য উল্লেখ্যযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে। প্রসন্ন পাষাণ (১৯৬৩) , আমার যত গ্লানি (১৯৭৩) , মায়ের কাছে যাচ্ছি- ইত্যাদি। শওকত ওসমান রচিত উল্লেখযোগ্য উপন্যাস - জননী (১৯৬৮) ,ক্রীতদাসের হাসি (১৯৬২) , জাহান্নাম হইতে বিদায় (১৯৭১) ইত্যাদি। জহির রায়হান রচিত উল্লেখযোগ্য উপন্যাস- হাজার বছর ধরে (১৯৬৪), আরেক ফাল্গুন (১৯৬৮) , বরফ গলা নদী (১৯৬৯) ইত্যাদি। শহীদুল্লাহ কায়সার রচিত উল্লেখযোগ্য উপন্যাস - সারেং বউ (১৯৬২) ও সংশপ্তক (১৯৬৫)।
Related Question
' কাশবনের কন্যা' কোন জাতীয় রচনা?
নাটক
উপন্যাস
কাব্য
ছোটগল্প
কোনটি মুহম্মদ এনামুল হকের রচনা?
ভাষার ইতিবৃত্ত
আধুনিক ভাষাতত্ত্ব
মনীষা মঞ্জুষা
বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান
বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?
মাইকেল মধুসূদন দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
দেবেন্দ্রনাথ সেন
মোহিতলাল মজুমদার
জসীমউদ্দীনের ' কবর' কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
তত্ত্ববোধিনী পত্রিকা
ধূমকেতু
কল্লোল
কালি ও কলম
' ক্ষীয়মাণ' --এর বিপরীত শব্দ কি?
বৃহৎ
বর্ধিষ্ণু
বর্ধমান
বৃদ্ধিপ্রাপ্ত