Summary
সুনামগঞ্জের সুরমা নদীর তীরে অবস্থিত সুনামদী নামক স্থানের নামকরণ এক মুসলিম সৈনিকের নামে হয়েছে। এখানে ছাতক সিমেন্ট কারখানা এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওড়, টাঙ্গুয়ার হাওর (যার আয়তন ৯৭২৫ হেক্টর) অবস্থিত। ২০০০ সালে UNESCO টাঙ্গুয়ার হাওরকে ১০৩১তম বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে। এখানের বিখ্যাত ব্যক্তিত্বরা হলেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম এবং হাছন রাজা।
- সুরমা নদীর তীরে অবস্থিত।
- সুনামদী নামক এক মুসলিম সৈনিক নাম অনুসারে এর নামকরণ করা হয়।
- ছাতক সিমেন্ট কারখানা সুনামগঞ্জে।
- বাংলাদেশের ২য় বৃহত্তম হাওড় টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জে (আয়তন ৯৭২৫ হেক্টর)।
- ২০০০ সালে UNESCO টাঙ্গুয়ার হাওরকে ১০৩১তম ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে।
- বিখ্যাত ব্যক্তিত্ব- বাউল সম্রাট শাহ আব্দুল করিম, হাছন রাজা ।
Content added By