Summary
শায়েস্তা খান ১৬৬৪ খ্রিস্টাব্দে বাংলার সুবাদার হন এবং আওরঙ্গজেবের মামা ছিলেন। তিনি চট্টগ্রাম অধিকার করে আরাকানি মগ জলদস্যুদের উৎখাত করেন এবং চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন। শায়েস্তা খান বাংলায় ইংরেজদের বিতাড়িত করেন। তাঁর আমলে টাকায় আট মণ চাল পাওয়া যেত। তিনি ছোট কাটরা, লালবাগ কেল্লা, চক মসজিদ, সাত গম্বুজ মসজিদ, পরি বিবির মাজার, হোসেনী দালান, এবং বুড়িগঙ্গার মসজিদ সহ বিভিন্ন স্থাপত্যশিল্প নির্মাণ করেন।
শায়েস্তা খান বাংলার সুবাদার নিযুক্ত হন ১৬৬৪ খ্রিস্টাব্দে। আওরঙ্গজেবের মামা ছিলেন শায়েস্তা খান। চট্টগ্রাম অধিকার করে আরাকানি মগ জলদস্যুদের উৎখাত করেন। আরাকানি জলদস্যুদের হটিয়ে তিনি চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ। শায়েস্তা খান বাংলা থেকে ইংরেজদের বিতাড়িত করেন। টাকায় আট মণ চাল পাওয়া যেত শায়েস্তা খানের আমলে। তাঁর আমলের স্থাপত্যশিল্প ছোট কাটরা, লালবাগ কেল্লা, চক মসজিদ, সাত গম্বুজ মসজিদ, পরি বিবির মাজার (শায়েস্তা খানের মেয়ে), হোসেনী দালান, বুড়িগঙ্গার মসজিদ, প্রভৃতি।
Read more