Summary
শশাঙ্ক প্রথম গৌড়ে রাজ্য স্থাপন করেন এবং তিনি ছিলেন প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম নৃপতি। তার ধর্ম ছিল শৈব এবং রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ (মুর্শিদাবাদে অবস্থিত)। তিনি গুপ্ত রাজা মহাসেনগুপ্তের একজন মহাসামন্ত অথবা ভ্রাতুষ্পুত্র ছিলেন। চীনা পর্যটক হিউয়েন সাঙ তাকে বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী হিসেবে অভিহিত করেছেন। শশাঙ্কের মৃত্যুর সময়াবধি ছিল ৬৩৭ খ্রিস্টাব্দের দিকে।
শশাঙ্ক প্রথম গৌড়ে রাজ্য স্থাপন করেন। শশাঙ্কের ধর্ম ছিল- শৈব। তিনি ছিলেন প্রাচীন বাংলার ইতিহাসে প্রথম সার্বভৌম নৃপতি রাজা । গুপ্তদের অধীনে বড় অঞ্চলের শাসকদের পদবি ছিল- মহাসামন্ত। শশাঙ্কের রাজধানীর নাম- কর্ণসুবর্ণ (মুর্শিদাবাদে অবস্থিত)। শশাঙ্ক ছিলেন গুপ্ত রাজা মহাসেনগুপ্তের একজন মহাসামন্ত অথবা ভ্রাতুষ্পুত্র। হিউয়েন সাঙ রাজা শশাঙ্ককে বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী হিসেবে অভিহিত করেছেন। শশাঙ্ক মৃত্যুবরণ করেন- ৬৩৭ খ্রিস্টাব্দের দিকে ।
# বহুনির্বাচনী প্রশ্ন
Read more