রাশিয়ার বিখ্যাত ব্যক্তবর্গ

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK
1.1k
Please, contribute by adding content to রাশিয়ার বিখ্যাত ব্যক্তবর্গ.
Content

ভ্লাদিমির লেনিন

1.1k
  • রুশি বিপ্লবের নেতা।
  • বিখ্যাত উক্তি “ একটি মিথ্যা বারবার বলা হলে তা সত্যে পরিণত হয়"।
  • লেনিন এর মৃতদেহ সংরক্ষিত আছে- মস্কোর রেড স্কোয়ারে ।
  • তিনি মৃত্যুবরণ করেন- ১৯২৪ সালে।
Content added By

পিটার দ্যা গ্রেট

1.5k
  • আধুনিক রাশিয়া জনক পিটার দ্যা গ্রেট।
  • তিনি দাড়ির উপর কর বসিয়েছিলেন- পিটার।
  • নৌ বাণিজ্যের সুবিধার্থে ১৭০৩ সালে প্রতিষ্ঠিত করেন সেন্ট পিটার্সবার্গ শহর যা পরবর্তিতে রাজধানী হয়।
Content added By

সম্রাট দ্বিতীয় নিকোলাস

1.1k
  • সর্বশেষ জার সম্রাট।
  • তিনি রুশ বিপ্লবকালীন রাজা ছিলেন।
  • ১৯১৭ তার পতন ঘটে।
Content added By

ইউরি গ্যাগারিন

1.1k
  • ভস্তক -১ নামক কৃত্রিম নাভোযানে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেন
  • ইউরি গ্যাগরিন মহাশুন্যে যান ১৯৬১ সালে।
  • তিনি বিমান দুর্ঘটনায় নিহত হন ১৯৬৮ সালে।
Content added By

মিখাইল গর্বাচেভ

1.3k
  • USSR এর সর্বশেষ প্রেসিডেন্ট।
  • ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায় তার সময়ে।
  • তিনি গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকা নীতির প্রবক্তা ।
  • মারা যান ৩০ আগস্ট, ২০২২ সালে।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

ভ্লাদিমির পুতিন
মিখাইল গর্ভাচেভ
লিও টলস্টয়
ব্রেজনেভ

প্রতিরক্ষা কর্মসূচি

পররাষ্ট্রনীতি

সংস্কার কর্মসূচি

উপাধি

ম্যাক্সিম গোর্কি

1.1k
  • ম্যাক্সিম গোর্কি লেনিনের মতবাদ দ্বারা প্রভাবিত ছিলেন। :

সাহিত্যকর্ম

  • মা (উপন্যাস)
  • আমার ছেলেবেলা
  • পৃথিবীর পাঠশালা ও ‘ঝড়ো পাখির গান'
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

ফরাসি বিজ্ঞানী
রুশ সাহিত্যিক
গ্রিক দার্শনিক
ইতালিয়ান জ্যোতির্বিজ্ঞানী

লিও তলস্টয়

1k
  • খ্যাতিমান সোভিয়েত লেখক।

তার বিখ্যাত উপন্যাস :

  • ওয়ার এন্ড পিস (War and peace)
  • আন্না কারোনিয়া (Anna Karenina)
  • পুনরুত্থান
Content added By

ভ্লাদিমির পুতিন

1.1k
  • পুতিন ১৯৫২ সালে লেলিনগ্রাদে জন্মগ্রহণ করে।
  • তিনি ইউনাইটেড রাশিয়া দলের সভাপতি।
  • তিনি রাশিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (KGB) তে কর্মরত ছিলেন।
  • ২০১৪ সালে ক্রিমিয়া দখল করেন এবং ২০২২ সালে লুহানস্ক ও দোনেৎস্কে স্বাধীনতা ঘোষনা করে।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

ইউনাইটেড রাশিয়া
ন্যাশনাল ইউনাইটেড ফ্রন্ট
কমিউনিস্ট
ন্যাশন্যাল ফ্রন্ট
রাশিয়ার প্রধানমন্ত্রী
রাশিয়ার প্রেসিডেন্ট
রাশিয়ার ঔপন্যাসিক
ইতালির প্রধানমন্ত্রী
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...