বিভিন্ন দেশের ভাষা

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK
1.8k
Summary

মানব শিশুর প্রথম ভাষা হলো বাবলিং। ভাষা নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান ইথনোলগ ১৯৫১ সালে প্রথম ভাষা সংক্রান্ত তথ্য প্রকাশ করে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা হলো হিব্রু এবং সবচেয়ে বেশি মানুষ ইংরেজি ভাষায় কথা বলে। বিশ্বের শ্রেষ্ঠ ভাষাবিদ হিসেবে বিবেচনা করা হয় স্যার জন বোয়িংকে (ইংল্যান্ড), আর বাংলাদেশে ড. মুহাম্মদ শহীদুল্লাহকে।

ভারত জাতিবহুল দেশ হিসেবে পরিচিত, যেখানে হিন্দি ভাষা বিশ্বে তৃতীয় বৃহত্তম ভাষা। সিয়েরা লিওনে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। ভাষাভাষীর দিক থেকে বাংলা ২০২২ সালে ৭ম অবস্থানে ছিল। এসপ্যারাস্তো হচ্ছে একটি কৃত্রিম ভাষা, যা তৈরি করেছে লুডউইগ জামেহফ। প্রথম লিখন পদ্ধতি আবিষ্কৃত হয় মিশরে (হায়রোগ্লিফিক্স)।

বিশ্বে সবচেয়ে বেশি ভাষার দেশ হলো পাপুয়া নিউগিনি (প্রায় ৮৪০টি ভাষা), আর সবচেয়ে কম ভাষার দেশ হলো ভ্যাটিক্যান সিটি ও উত্তর কোরিয়া, যেখানে মাত্র ১টি ভাষা আছে।

  • মানব শিশুর প্রথম ভাষার নাম- বাবলিং ।
  • পৃথিবীর ভাষা নিয়ে গবেষণা ও অনুসন্ধানকারী প্রতিষ্ঠান- ইথনোলগ ।
  • ইথনোলগ প্রথম ভাষা বিষয়ক তথ্য প্রকাশ করে- ১৯৫১ সালে।
  • পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা- হিব্রু ।
  • বিশ্বে সবচেয়ে বেশি মানুষ কথা বলে- ইংরেজি ভাষায়। 
  • পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষাবিদ- স্যার জন বোয়িং (ইংল্যান্ড)
  • বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহ্
  • বিশ্বের জাতিবহুল দেশ নামে খ্যাত- ভারত। 
  •  বিশ্বের তৃতীয় বৃহত্তম ভাষা- হিন্দি, ভারত।
  • সিয়েরা লিওনে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় - বাংলা ভাষা।
  • ভাষাভাষীর দিক থেকে বাংলা ভাষার স্থান- ৭ম আন্তর্জাতিক ভাষাবর্ষ- ২০২২ সাল।
  • এসপ্যারাস্তো হলো কৃত্রিম ভাষা যার উদ্ভাবক- পোল্যান্ডের ভাষা বিজ্ঞানী লুডউইগ জামেহফ ।
  • সর্বপ্রথম লিখন পদ্ধতি হয়- মিশরে (হায়রোগ্লিফিক্স)
  • বিশ্বের সর্বাধিক ভাষার দেশ- পাপুয়া নিউগিনি (প্রায় ৮৪০ টি ভাষা রয়েছে) । 
  • বিশ্বের সবচেয়ে কম ভাষার দেশ- ভ্যাটিক্যান সিটি ও উত্তর কোরিয়া- ১ টি করে ভাষা।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Weapon of mass destruction

Worldwide of mass destruction

Weapons of missible defence

Weapons for massive destruction

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...