বায়ুর চাপ

- সাধারণ বিজ্ঞান - জীব বিজ্ঞান | NCTB BOOK
4.7k
Summary

বায়ুর চাপ (Atmospheric Pressure)

বায়ুর নিজস্ব ওজনের কারণে যে চাপ সৃষ্টি হয়, সেটিকে বায়ুর চাপ বলা হয়। ৪৫০ অক্ষাংশে, ০০ উষ্ণতায় সমুদ্রপৃষ্ঠে ৭৬ সেমি. বিশুদ্ধ পারদস্তম্ভের চাপকে আদর্শ বায়ুমন্ডলী চাপ বা এক ‘বার’ হিসেবে ধরা হয়।

  • সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ: প্রতি বর্গইঞ্চিতে ১৪.৭২ পাউন্ড, ১ কেজি বা প্রতি বর্গসেমি. এ ১০.১৩ নিউটন।
  • স্বাভাবিক বায়ুর চাপ ৩৪ ফুট পর্যন্ত পানিকে ধরে রাখতে পারে। সাধারণ পাম্প বায়ুর চাপ ব্যবহার করে পানিকে ওপরে তোলে, তাই ৩৪ ফুট (১০.৩৬ মিটার) এর অধিক উচ্চতায় পানি তোলা সম্ভব নয়।

বায়ুর চাপ নির্ভরশীল বিভিন্ন নিয়ামক:

  1. উচ্চতা: সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যাবে, বায়ুর চাপ কমে।
  2. উষ্ণতা: তাপে বায়ু প্রসারিত হয়, ফলে চাপ কমে। তাপ হ্রাস পেলে চাপ বৃদ্ধি পায়।
  3. জলীয়বাষ্প: আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর তুলনায় হালকা হবার কারণে আর্দ্র বায়ুর চাপ কম এবং শুষ্ক বায়ুর চাপ বেশি হয়।

বায়ুর চাপ (Atmospheric Pressure)

যে কোনো পদার্থের মত বায়ুর নিজস্ব ওজন আছে। বায়ুর এ ওজন জনিত কারণে যে চাপের সৃষ্টি হয় তাই বায়ুর চাপ। ৪৫০ অক্ষাংশের সমুদ্রপৃষ্ঠে ০০ উষ্ণতায় ৭৬ সেমি. বিশুদ্ধ পারদস্তম্ভের চাপকে আদর্শ বা স্বাভাবিক বায়ুমন্ডলীয চাপ বা এক ‘বার’ বলে। সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ – প্রতি বর্গইঞ্চিতে ১৪.৭২ পাউন্ড প্রতি বর্গসেন্টিমিটার প্রায় ১ কেজি অথবা প্রতি বর্গ সেমি. এ ১০.১৩ নিউটন। স্বাভাবিক বায়ুর চাপ ৩৪ ফুট পর্যন্ত পানিকে ধরে রাখতে পারে। সাধারণ পাম্প বায়ুর চাপ ব্যবহার করে পানিকে ওপরে তোলে। তাই সাধারণ পাম্পের পানিকে ৩৪ ফিুট (বা ১০.৩৬ মিটার) এর অধিক উচ্চতায় উঠানো যায় না।

 

বায়ুর চাপ নিম্নলিখিত নিয়ামকের ওপর নির্ভরশীল-

ক) উচ্চতা: সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সর্বাধিক। সমুদ্রপৃষ্ঠ হতে যত উপরে উঠা যায় তত বায়ুর চাপ কমতে থাকে।

খ) উষ্ণতা: তাপে বায়ু প্রসারিত ও হালকা হয়, ফলে বায়ুর চাপ কমে। তাপ হ্রাস পেলে বায়ুর চাপ বাড়ে।

গ) জলীযবাষ্প: জলীয়বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা। তােই বায়ু আর্দ্র হলে বায়ুর চাপ কম হয় পক্ষান্তরে বায়ু শুষ্ক থাকলে বায়ুর চাপ বেশি হয়

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

বায়ুর তাপ বৃদ্ধি করে।
এসিড বৃষ্টিপাত ঘটায়
ওজোনস্তর ধ্বংস করে
রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে
হৃৎপিণ্ডের সংকোচন চাপ
হৃৎপিণ্ডের প্রসারণ চাপ
হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ চাপ
কোনোটিই নয়।
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...