Summary
বাংলাদেশ ব্যাংক এর প্রতিষ্ঠা এবং কার্যক্রম সম্বন্ধে কিছু তথ্য:
- প্রার্থিত নাম: স্টেট ব্যাংক অব পাকিস্তান
- প্রতিষ্ঠিত: ১৬ ডিসেম্বর, ১৯৭১
- পরিচালনা পরিষদের সদস্য: ১০ জন
- শাখার সংখ্যা: ১০টি (দশম শাখা: ময়মনসিংহ)
- ব্যাংক কোড: BDT
- স্থপতি: সফিউল কাদের
- প্রথম গভর্নর: আ.ন.ম হামিদুল্লাহ
- বর্তমান গভর্নর: ফজলে কবির (১১তম)
- প্রথম মহিলা ব্যবস্থাপক: নাজনীন সুলতানা
- নতুন নোট চালুর ক্ষমতা: বাংলাদেশ ব্যাংক
- সুদের হার নিয়ন্ত্রণ: বাংলাদেশ ব্যাংক
- মুদ্রা সরবরাহের নিয়ন্ত্রক: বাংলাদেশ ব্যাংক
- ফেডারেল রিজার্ভ ব্যাংক এবং স্বর্ণ রিজার্ভ: ৩০%
- ট্রেজারি বিল ইস্যু করে কেন্দ্রীয় ব্যাংক
- বাণিজ্যিক ব্যাংকগুলোকে জমা রাখতে হয়: ৪০০ কোটি টাকা
- বাংলাদেশ ব্যাংক এর পূর্বনাম- স্টেট ব্যাংক অব পাকিস্তান।
- বাংলাদেশ সরকারের ব্যাংক বাংলাদেশ ব্যাংক।
- বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক (প্রতিষ্ঠিত হয় ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে)।
- বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য ১০জন।
- বাংলাদেশ ব্যাংকের শাখা কয়টি ১০টি।
- বাংলাদেশের ব্যাংক কাড - BDT
- বাংলাদেশ ব্যাংকের স্থপতি সফিউল কাদের।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন আ.ন.ম হামিদুল্লাহ।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আছেন ফজলে কবির (১১তম)।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ব্যবস্থাপক নাজনীন সুলতানা।
- বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস ১০ টি (দশম শাখা ময়মনসিংহে)।
- বাংলাদেশের টাকার যাদুঘর বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমী, মিরপুরে
- বাংলাদেশে নতুন নোট চালু করার ক্ষমতা আছে শুধু বাংলাদেশ ব্যাংকের।
- বাংলাদেশে সুদের হার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের মুদ্রা সরবরাহের নিয়ন্ত্রক।
- প্রত্যেক ফেডারেল রিজার্ভ ব্যাংকে নোট ইস্যুর সমান মূল্যের স্বর্ণ রিজার্ভ থাকতে হয় ৩০%।
- ট্রেজারি বিল ইস্যু করে কেন্দ্রীয় ব্যাংক।
- বাণিজ্যিক ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয় ৪০০ কোটি টাকা।
Content added By
# বহুনির্বাচনী প্রশ্ন
মোহাম্মদ ফরাশউদ্দিন
ড. আতিউর রহমান
এ. এন হামিদুল্লাহ
ফজলুর রহমান
শাহ আব্দুল হান্নান
আরাস্তু খান
প্রফেসর ড. এম জুবায়দুর রহমান
এল আর সরকার
আহসান এইচ মনসুর
সালেহ উদ্দিন আহমেদ
এল আর সরকার
এম. ফরাসউদ্দিন
মোহাম্মদ আবদুল মান্নান
এম. ফরিদ উদ্দিন আহমদ
এল.আর. সরকার
আব্দুর রকিব
শতকরা পাঁচ ভাগ
ইসলামী ব্যাংকগুলোর জন্য ১০% অন্যান্য ব্যাংকের জন্য ২০%
শতকরা ১০ ভাগ
২০%
Read more