বাংলাদেশের খনিজ সম্পদ

- সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | NCTB BOOK
7.9k
Summary

খনিজ সম্পদ

বাংলাদেশের প্রধান খনিজ সম্পদগুলি হলো:

  • প্রাকৃতিক গ্যাস
  • কয়লা
  • চুনাপাথর
  • চীনা মাটি

অন্য খনিজ মৌল যেমন জিরকন, ম্যাগনেটাইট, মোনাজাইট, ইলমেনাইট ও লিউকক্সেন পাওয়া গেছে।

পারমাণবিক খনিজ (ইউরেনিয়াম) কুতুবদিয়া থেকে টেকনাফ এবং কুলাউড়া পাহাড়ের পাদদেশে পাওয়া যায়।

প্রাকৃতিক গ্যাসের প্রথম আবিষ্কার ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে হয় এবং উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে। বর্তমানে দেশে ২৯টি গ্যাসক্ষেত্র রয়েছে, তিতাস গ্যাসক্ষেত্র সবচেয়ে বড়।

গ্যাসের প্রধান ব্যবহার বিদ্যুৎ উৎপাদনে। কিছু গ্যাসক্ষেত্র (কামতা, ছাতক, সাঙ্গু, ফেনী, রূপগঞ্জ) উৎপাদন স্থগিত রয়েছে। সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্র হলো ইলিশা-১।

তেল অনুসন্ধান ১৯৫৯ সালে শুরু হয় এবং প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে হরিপুরে।

অন্যান্য খনিজ সম্পদের স্থান:

  • চীনা মাটি: নেত্রকোনার বিজয়পুর, দিনাজপুরের মধ্যপাড়া, নওগাঁর পত্নীতলা।
  • চুনাপাথর: সিলেটের টেকেরঘাট, লালঘাট, ভাঙ্গারহাট, জয়পুরহাট ও নওগাঁ।
  • কয়লা: দিনাজপুরের বড়পুকুরিয়া, ফুলবাড়ি, দিঘিপাড়া, জয়পুরহাটের জামালগঞ্জ।
  • তেজস্ক্রিয় বালু: কক্সবাজার সমুদ্র সৈকতে।

খনিজ সম্পদ

  • বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর ও চীনা মাটি |
  • জিরকন, ম্যাগনেটাইট, মোনাজাইট, ইলমেনাইট ও লিউকক্সেন রাসায়নিক মৌল পাওয়া গেছে।
  • পারমাণবিক খনিজ (ইউরেনিয়াম) পাওয়া গেছে কুতুবদিয়া থেকে টেকনাফ পর্যন্ত এবং কুলাউড়া পাহাড়ের পাদদেশে।
  • Production Sharing Contract (PSC) প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের চূড়ান্ত উৎপাদন, বণ্টন ও চুক্তিকারী প্রতিষ্ঠান ।
  • ভূতাত্ত্বিক কার্যক্রম পরিচালনায় নিয়োজিত বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর।
  • BAPEX এর পূর্ণরূপ হচ্ছে-Bangladesh Petroleum Exploration & Production Company Ltd.

প্রাকৃতিক গ্যাস

  • বাংলাদেশে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়- ১৯৫৫ সালে, সিলেটের হরিপুরে।
  • গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে, সিলেটের হরিপুর গ্যাস ক্ষেত্র হতে।
  • বাংলাদেশে মোট গ্যাসক্ষেত্র আছে ২৯টি।
  • বৃহত্তম গ্যাসক্ষেত্র-তিতাস গ্যাসক্ষেত্র (ব্রাহ্মণবাড়িয়া)।
  • সবচেয়ে বেশি গ্যাস ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদন খাতে।
  • উৎপাদন স্থগিত এমন গ্যাসক্ষেত্র কামতা, ছাতক, সাঙ্গু, ফেনী এবং রূপগঞ্জ ।
  • সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্র ইলিশা-১  (২৯তম) সিলেট।
  • গ্যাস-তেল অনুসন্ধানের মোট ব্লক রয়েছে স্থল ভাগে ২২ টি এবং সমুদ্র উপকূলে রয়েছে- ২৬টি।
  • সমুদ্র উপকূলে গ্যাসক্ষেত্র- ২ টি। সাঙ্গু এবং কুতুবদিয়া ।

তেল

  • দেশে তেল অনুসন্ধানের কাজ শুরু হয় ১৯৫৯ সালে ।
  • সর্বপ্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় সিলেটের হরিপুরে ১৯৮৬ সালে ।
  • হরিপুর তেল ক্ষেত্র থেকে উত্তোলন শুরু হয় ১৯৮৭ সালের জানুয়ারি মাসে (বন্ধ হয় ১৯৯৪সালে)।
  • হরিপুর ছাড়াও তেল পাওয়া গেছে কৈলাশটিলায় ।

চীনা মাটি

  • চীনা মাটির সন্ধান পাওয়া গেছে নেত্রকোনার বিজয়পুর, দিনাজপুরের মধ্যপাড়া এবং নওগাঁর পত্নীতলা ।

চুনাপাথর

  • চুনাপাথরের সন্ধান পাওয়া গেছে সিলেটের টেকেরঘাট, লালঘাট ও ভাঙ্গারহাট, জয়পুরহাট এবং নওগাঁ জেলা।

কয়লা খনি

  • দেশের যে জেলায় কয়লা মজুদ আছে দিনাজপুরের বড়পুকুরিয়া, ফুলবাড়ি ও দিঘিপাড়া, জয়পুরহাটের জামালগঞ্জ ।

তেজস্ক্রিয় বালু

  • তেজস্ক্রিয় বালুর সন্ধান পাওয়া গেছে কক্সবাজার সমুদ্র সৈকতে।

 

Content added By
Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...