Summary
কীর্তন একটি নদীর তীরে অবস্থিত বরিশাল থেকে নামকরণ করা হয়েছে। বরিশালকে বাংলার শস্য ভাণ্ডার এবং ভেনিস বলা হয়। মুক্তিযুদ্ধের ভাষ্কর্য 'বিজয় বিহঙ্গ' আমতলায় স্থাপিত হয়েছে। বরিশালের দর্শনীয় স্থানগুলোতে অন্তর্ভুক্ত রয়েছে শেরে বাংলা মেডিকেল কলেজ, দুর্গাসাগর দীঘি, এবং বাকলার প্রাচীন রাজবাড়ি। বিখ্যাত ব্যক্তিত্বদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: এ. কে ফজলুল হক, চারণ কবি মুকুন্দ দাস, কবি সুফিয়া কামাল, সুরকার আলতাফ মাহমুদ, কবি বিজয় গুপ্ত, কুসুম কুমারী দাস, কবি জীবনানন্দ দাশ, এবং বীরশেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর।
- কীর্তন খোলা নদীর তীরে অবস্থিত। বরিসল্ট থেকে এর নামকরণ করা হয়।
- প্রাচীন/পূর্ব নাম- চন্দ্রদ্বীপ, বাকলা, ইসমাইলপুর ।
- বরিশালকে বাংলার শস্য ভাণ্ডার বলা হয়। বরিশালকে বাংলার ভেনিস বলা হয়।
- বরিশালের আমতলায় স্থাপিত মুক্তিযুদ্ধ ভাষ্কর্যটির নাম- বিজয় বিহঙ্গ।
- দর্শনীয় স্থান- শেরে বাংলা মেডিকেল কলেজ, দুর্গাসাগর দীঘি, বাকলার প্রাচীন রাজবাড়ি।
- বিখ্যাত ব্যক্তিত্ব- এ. কে (আবুল কাশেম) ফজলুল হক, চারণ কবি মুকুন্দ দাস, কবি সুফিয়া কামাল, আলতাফ মাহমুদ (সুরকার), মনসামঙ্গলার কবি বিজয় গুপ্ত, কুসুম কুমারী দাস (জীবনানন্দ দাশের মা), রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ, বীরশেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, ভারতের বর্তমান অভিনেতা মিঠুন চক্রবর্তী ও আব্দুল জাব্বার খান
Content added By
# বহুনির্বাচনী প্রশ্ন
নদীয়া
ত্রিপুরা
পুরুলিয়া
বরিশাল
Dhaka
Barisal
Chittagong
Khulna
Dhaka
Barisal
Chittagong
Khulna
Comilla
Chittagong
Barisal
Dhaka
none of them
Sylhet
Barisal
Dhaka
Mymensingh
Bogra