Summary
ফেনা জেলা বাংলাদেশের একমাত্র জেলা যা নদীর নামে নামকরণ করা হয়েছে। পূর্ব নাম ছিল শমসেরনগর। এখানে বাংলাদেশeর প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প অবস্থিত সোনাগাজীতে। অন্যান্য উল্লেখযোগ্য স্থানের মধ্যে রয়েছে বিলোনীয়া স্থল বন্দর এবং মুহুরীর চর। বিখ্যাত ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্যার এ এফ রহমান, জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, এবং নাট্যকার সেলিম আলদীন।
- ফেনা নদীর তীরে অবস্থিত (বাংলাদেশের একমাত্র জেলা যা নদীর নামে নামকরণ করা হয়)
- পূর্ব নাম- শমসেরনগর।
- বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প ফেনী জেলায় সোনাগাজীতে (উইন্ডমিল)।
- বিলোনীয়া স্থল বন্দর, মুহুরীর চর- ফেনীতে ।
- বিখ্যাত ব্যক্তিত্ব- স্যার এ এফ রহমান, জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, নাট্যকার সেলিম আলদীন।
Content added By
# বহুনির্বাচনী প্রশ্ন
নোয়াখালী
ফেনী
লালমনিরহাট
সাতক্ষীরা