ফকরুদ্দিন মুবারক শাহের শাসন(১৩৩৮-১৩৪৯)

- সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | NCTB BOOK
2.8k
Summary

খরউদ্দিন মুবারক শাহ ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান, পূর্ব নাম ফখরা। তিনি ১৩৩৮ সালে সোনারগাঁয়ের শাসন ক্ষমতা দখল করে স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীন সুলতান হিসাবে তিনি ফখরউদ্দিন মুবারক শাহ উপাধি গ্রহণ করেন। তিনি চট্টগ্রাম থেকে চাঁদপুর পর্যন্ত রাজপথ নির্মাণ করেন। ইবনে বতুতা তার আমলে ১৩৪৬ সালে বাংলায় আসেন।

খরউদ্দিন মুবারক শাহের পূর্বনাম ফখরা। তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান। তিনি সোনারগাঁয়ের শাসন ক্ষমতা দখল ও স্বাধীনতা ঘোষণা করেন- ১৩৩৮ সালে । স্বাধীন সুলতান হিসাবে তিনি উপাধি গ্রহণ করেন ফখরউদ্দিন মুবারক শাহ। তিনি চট্টগ্রাম থেকে চাঁদপুর পর্যন্ত রাজপথ নির্মাণ করেন। ইবনে বতুতা তার আমলে (১৩৪৬) সালে বাংলায় আসেন।

Content added || updated By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...