Summary
বাংলাদেশের প্রশাসনিক কাঠামো দুই স্তরভিত্তিক:
- প্রথম স্তর: কেন্দ্রীয় প্রশাসন
- দ্বিতীয় স্তর: মাঠ প্রশাসন বা স্থানীয় প্রশাসন
মাঠ প্রশাসনের প্রথম ধাপ হলো বিভাগীয় প্রশাসন, দ্বিতীয় ধাপ জেলা প্রশাসন এবং তৃতীয় ধাপ উপজেলা প্রশাসন, যা তৃণমূল পর্যায়ে বিস্তৃত। মাঠ প্রশাসন কেন্দ্রীয় নিয়ন্ত্রণে পরিচালিত হয়। প্রতি মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন বিভাগ বা অধিদপ্তর সংযুক্ত, যার প্রধান হলেন মহাপরিচালক/পরিচালক। মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত সংস্থাও রয়েছে।
- বাংলাদেশের প্রশাসনিক কাঠামো দুই স্তরভিত্তিক।
- এর প্রথম স্তরটি হলো কেন্দ্রীয় প্রশাসন দ্বিতীয় স্তরটি হলো মাঠ প্রশাসন বা স্থানীয় প্রশাসন ।
- বাংলাদেশের প্রশাসনকে বলা হয় রাষ্ট্রের হৃৎপিণ্ড।
- মাঠ প্রশাসনের প্রথম ধাপ হলো বিভাগীয় প্রশাসন।
- দ্বিতীয় ধাপে রয়েছে জেলা প্রশাসন। জেলার পর তৃতীয় পর্যায়ে উপজেলা প্রশাসন।
- উপজেলা প্রশাসন একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত।
- মাঠ প্রশাসন মূলত কেন্দ্রের নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে থাকে।
- প্রতি মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত আছে বিভিন্ন বিভাগ বা অধিদপ্তর।
- অধিদপ্তরের/দপ্তরের প্রধান হলেন মহাপরিচালক/পরিচালক।
- মন্ত্রণালয়ের অধীনে আরও আছে বিভিন্ন স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, বোর্ড ও কর্পোরেশন।
Content added By
# বহুনির্বাচনী প্রশ্ন
উপজেলা
ইউনিয়ন
থানা
জেলা
জেলা
উপজেলা
থানা
ইউনিয়ন
২৯ টি
২২ টি
২১ টি
২৬ টি
২৬ টি
২২ টি
২১ টি
৫ টি