Summary
পদ্মা সেতু বিশ্বের দীর্ঘতম ট্রাস সেতু, যার দৈর্ঘ্য ৬.১৫ কি.মি এবং ডায়াডাক্ট ৩.১৮ কি.মি।
- মোট পিলার সংখ্যাঃ ৪২টি
- ভূমিকম্পন সহনশীলতা: ৯ মাত্রা
- শেষ স্প্যান বসানো: ১০ ডিসেম্বর ২০২০
- রেল সংযোগ লাইন: ১টি (মিটারগেজ: ব্রডগেজ)
- সড়ক সেতুর লেন সংখ্যা: ৪টি
- নদী শাসন: ১২ কি.মি
- মোট ব্যয়: ৩০ হাজার ১৯৩.৩৯ কোটি টাকা
- নির্মাণ জেলা: মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর
- দক্ষিণাঞ্চলের ২১টি জেলা সংযুক্ত
- আয়ুষ্কাল: ১০০ বছর
- পরিচালনায়: সেতু বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
- ভিত্তি প্রস্তর স্থাপন: ৪ জুলাই, ২০০১
- উদ্বোধন: ২৫ জুন, ২০২২
- বিশ্বের বৃহত্তম সড়ক সেতুর তালিকায়: ২৫তম
- দক্ষিণ এশিয়ায়: ৬ষ্ঠ
- ঢাকা - যশোর রেলপথের দৈর্ঘ্য: ১৬৯ কি.মি
- নির্মাণকারী প্রতিষ্ঠান: চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন
- নদী শাসন: সিনো হাইড্রো করপোরেশন লিমিটেড
প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতু:
- নির্মাণস্থল: পাটুরিয়া-গোয়ালন্দ পয়েন্ট
- দৈর্ঘ্য: ৬.১০ কি.মি
- প্রস্থ: ১৮.১০ মিটার
- সংযোগ: পাটুরিয়া (মানিকগঞ্জ) ও গায়ালন্দ (রাজবাড়ি) জেলা
- পদ্মা সেতু বিশ্বের দীর্ঘতম ট্রাস (Truss ) সেতু ।
- দৈর্ঘ্যঃ ৬.১৫ কি.মি আর ডায়াডাক্ট- ৩.১৮ কি.মি।
- মোট পিলার সংখ্যাঃ ৪২টি।
- ভূমিকম্পন সহনশীলঃ ৯ মাত্রা।
- সর্বশেষ ৪১তম স্প্যান বসানো হয়ঃ ১০ ডিসেম্বর ২০২০ সালে ।
- রেল সংযোগ লাইনঃ ১টি (মিটারগেজ: ব্রডগেজ)
- সড়ক সেতুতে লেন সংখ্যা ৪টি ।
- নদী শাসন ১২ কি.মি ।
- মোট ব্যয়ঃ ৩০ হাজার ১৯৩.৩৯ কোটি টাকা।
- মুন্সিগঞ্জ-শরীয়তপুর-মাদারীপুর ৩টি জেলার উপর নির্মিত দেশের বৃহত্তম সেতু।
- মাওয়া (মুন্সিগঞ্জ) সাথে জাজিরা (শরীয়তপুর) বাংলাদেশের উত্তর- দক্ষিণ প্রান্তকে যুক্ত করবে।
- সংযোগ করেছেঃ দক্ষিণাঞ্চলের ২১টি জেলাকে।
- আয়ুষ্কালঃ ১০০ বছর।
- পরিচালনা করছেঃ সেতু বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ।
- তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেঃ ৪ জুলাই, ২০০১ সালে।
- পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন, ২০২২ সালে।
- বিশ্বে বৃহত্তম সড়ক সেতুর তালিকায় পদ্মা সেতুঃ ২৫তম।
- পদ্মা সেতু দক্ষিণ এশিয়ায় ৬ষ্ঠ।
- পদ্মা সেতু দিয়ে ঢাকা - যশোর রেলপথের দৈর্ঘ্য হবেঃ ১৬৯ কি.মি ।
- সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান মূল সেতু - চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ।
- নদী শাসন- সিনো হাইড্রো করপোরেশন লিমিটেড।
প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতু
- প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ |
- পাটুরিয়া- গোয়ালন্দ পয়েন্টে।
- সংযোগ- পাটুরিয়া (মানিকগঞ্জ) ও গায়ালন্দ (রাজবাড়ি) জেলাকে।
- দৈর্ঘ্য- ৬.১০ কি.মি।
- প্রস্থ- ১৮.১০ মিটার।
Content added || updated By
# বহুনির্বাচনী প্রশ্ন
3600 tons
2600 tons
3500 tons
4500 tons
৬ কিমি
৭.১৫ কিমি
৬.১৫ কিমি
৮.১৫ কিমি
২৫ জুন ২০২২
২৬ জুন ২০২২
২৫ মে ২০২২
২৬ মে ২০২২
৬.১৫ কি.মি
৭.২৫ কি.মি
৫.২৫ কি.মি
৪.৫৫ কি.মি
৪১টি
৪২টি
৪৩টি
৪৪টি